মুন্সিগঞ্জের মাওয়া শিমুলিয়া ফেরিঘাট এলাকা থেকে ২৫২ পিস চাইজালসহ একজনকে আটক করেছে কোস্ট গার্ড। রোববার (২০ জুন) রাতে একটি বিশেষ অভিযান চলাকালে তাকে আটক করা হয়।

সোমবার (২১ জুন) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই এলাকায় একটি মিনি ট্রাক থেকে ২৯ বস্তা (২৫২ পিস) চাইজালসহ একজন অসাধু ব্যবসায়ীকে আটক করা হয়। জব্দ করা জালের বাজার মূল্য প্রায় ৯ লাখ টাকা।

পরে এসি (ল্যান্ড) মো. ইকবাল হাসান এবং মৎস্য কর্মকর্তার অনুমতিতে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। আটক করা ব্যক্তিকে মোবাইল কোর্টের মাধ্যমে ৪ হাজার জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড এখতিয়ারভুক্ত এলাকাগুলোর আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তা, বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কাজ করছে। এছাড়াও অবৈধ জাল দিয়ে মৎস্য আহরণ নিষিদ্ধ করতে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

এমএইচএন/এমএইচএস