ফাইজারের টিকা নিলেন শতবর্ষী নুরুন্নাহার
ছেলে ও নাতিকে সঙ্গে নিয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আসেন নুরুন্নাহার বেগম/ ছবি : ঢাকা পোস্ট
করোনাভাইরাসের ফাইজারের টিকা নিয়েছেন শতবর্ষী নুরুন্নাহার বেগম। টিকা নিয়ে বিশ্রাম শেষে বাড়ি ফেরেন তিনি।
সোমবার (২১ জুন) দুপুরের দিকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ১০০ বছর বয়সী নুরুন্নাহার বেগমকে টিকা নিতে দেখা যায়। ছেলে ও নাতির সঙ্গে তিনি এ হাসপাতালে টিকা নিতে আসেন।
বিজ্ঞাপন
হুইল চেয়ারে চলাফেরা করা শতবর্ষী এ নারী ঢাকা পোস্টকে বলেন, টিকা নেওয়ার পর শরীর একই রকম আছে। তেমন কোনো পরিবর্তন হয়নি। মহামারি থেকে মুক্তি মিললেই খুশি হবেন তিনি।
আলাপকালে শতবছর বয়সী ওই নারীর ছেলে কাইয়ুম খান ঢাকা পোস্টকে বলেন, অনেক আগেই মায়ের নিবন্ধন করা হয়েছিল। কিন্তু কিছু সময় মা অসুস্থ ছিলেন ও বাড়ির বাইরে সেভাবে বের হননি। এছাড়া আমরাও টিকা দেওয়া নিয়ে অনেকটা দ্বিধায় ছিলাম। এরপর বাড়ির সবাই টিকা নেওয়ার পর ভাবলাম মাকেও টিকা দিয়ে নিয়ে আসি। তাই আজ আসা।
বিজ্ঞাপন
তিনি জানান, তার দাদা সবার বয়স লিখে রেখেছেন একটি কাগজে। সেখান থেকে দেখা যায় তার মায়ের বয়স এ বছর ১০০ বছর হয়েছে। ১৯২০ সাল জন্মগ্রহণের বছর লেখা আছে। এখনো তার মা ওষুধ খাওয়াসহ সব কিছুই মোটামুটি নিজেই করতে পারেন। তবে চলাফেরা করতে হলে তাকে অন্যের সহযোগিতা দরকার হয়।
কাইয়ুম খান বলেন, আমরা সন্তানরাই মায়ের দেখভাল করি। কানে একটু কম শুনতে পান মা। কোনো কিছু জিজ্ঞাসা করলে একটু জোরে বলতে হয়। তাছাড়া তেমন কোনো বড় সমস্যা নেই।
উল্লেখ্যে, গতকাল রোববার (২০ জুন) করোনা বিষয়ক নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে অধিদফতরের লাইন ডিরেক্টর ও টিকা বিতরণ কমিটির সদস্য অধ্যাপক শামসুল হক করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সোমবার (২১ জুন) থেকে দেশে ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগের তথ্য জানিয়েছিলেন।
রাজধানীর তিনটি কেন্দ্রে ফাইজারের টিকা দেওয়া শুরু হয়েছে। কেন্দ্রগুলো হলো : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতাল।
কুর্মিটোলা জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রাশিদ ঢাকা পোস্টকে বলেন, আজ সকাল ৯টার দিকে কুর্মিটোলা হাসপাতালে নিবন্ধিত টিকা গ্রহীতাদের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হয়। সকাল থেকেই মধ্য থেকে বৃদ্ধ বয়সীরা টিকা নেওয়া শুরু করেন।
একে/এসকেডি