প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।

প্রথম আলো

বৃষ্টির পানি ঢোকে, এসি বিকল হয়, মেট্রোরেল ব্যবস্থায় ৪৫ সমস্যা

ঢাকার মেট্রোরেলে যাত্রীর টিকিট পরীক্ষা হয় স্বয়ংক্রিয় যন্ত্রে। ঢোকা বা বের হওয়ার সময় যাত্রীকে টিকিট ছোঁয়াতে হয় অথবা জমা দিতে হয় যন্ত্রে। কথা ছিল, প্রতি এক লাখ যাত্রীর মধ্যে একজন প্রথম চেষ্টায় বিফল হবেন। কিন্তু বিফল হওয়ার ঘটনা ঘটছে প্রতি এক লাখে দেড় হাজারের মতো যাত্রীর ক্ষেত্রে।

কালবেলা

দেশে অন্ধ লোকের সংখ্যা ১৪ লাখ

অন্ধত্ব বাংলাদেশে একটি গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে দেশে অন্ধ বা চোখে দেখতে পান না—এমন লোকের সংখ্যা প্রায় ১৪ লাখ। এর মধ্যে ৫ লাখের মতো কর্নিয়াজনিত অন্ধ। প্রতি বছর নতুন করে তাদের সঙ্গে আরও প্রায় ৪০ হাজার মানুষ যুক্ত হচ্ছেন। এমন পরিস্থিতিতে আজ রোববার দেশে পালিত হচ্ছে ‘জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস’।

আজকের পত্রিকা

সংসদ নির্বাচন: মনোনয়নের সংকেত পেয়ে প্রচারে বিএনপির প্রার্থীরা

জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থী মনোনয়নের ঘোষণা এখনো দেয়নি বিএনপি। কিন্তু দলটির কিছু কিছু নেতা বলছেন, দলের সর্বোচ্চ পর্যায় থেকে মনোনয়নের সবুজসংকেত তাঁরা পেয়ে গেছেন। এরপর নির্বাচনী এলাকায় গণসংযোগ ও প্রচারের কাজে নেমে পড়েছেন।

যুগান্তর

আড়ালে সমঝোতার চেষ্টা

গণভোটের দিনক্ষণ এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি ও জামায়াতের মধ্যে প্রকাশ্য বিরোধ ক্রমেই বাড়ছে। দুই দলের সিনিয়র নেতারা তির্যক ভাষায় একে অপরকে নিশানা বানাচ্ছেন। অপরদিকে সংস্কার ইস্যুতে এনসিপি নেতারা বড় দুই দলের ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করছেন। এছাড়া দল তিনটি সরকারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলা অব্যাহত রেখেছে।

আজকের পত্রিকা

বিদেশি ঋণ প্রাপ্তি কম, পরিশোধ বেশি

ঋণনির্ভর উন্নয়নের চাপ এখন অর্থনীতিতে স্পষ্ট। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) বিদেশি ঋণ প্রাপ্তির চেয়ে প্রায় ১৩ কোটি ডলার বেশি পরিশোধ করতে হয়েছে। ফলে নতুন ঋণ দিয়ে পুরোনো ঋণ পরিশোধের প্রবণতা বেড়েছে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকেও ঋণ পরিশোধ করতে হচ্ছে সরকারকে।

যুগান্তর

ঘুস সিন্ডিকেটের মাসে বাণিজ্য ৫০ লাখ টাকা

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দুই নার্স ঘুস ও চাঁদাবাজির সিন্ডিকেট গড়ে তুলেছেন। এতে সাধারণ নার্স ও রোগীরা অসহায় হয়ে পড়েছে। সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেন হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স সোহেল আহমদ ও ইমরান আহমেদ তপাদার। সিন্ডিকেটের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন নার্সিং সুপারভাইজার রাশেদা আক্তার, আইসিইউ ইনচার্জ সাব্বির আহমেদ তফাদার প্রমুখ।

কালের কণ্ঠ

আলোচনা-বিতর্কে সনদের আদেশ জারির এখতিয়ার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে জাতীয় ঐকমত্য কমিশন রাষ্ট্র সংস্কারের জন্য যে প্রস্তাব দিয়ে গেছে তা নিয়ে বিরোধ-বিতর্ক চলমান। জুলাই জাতীয় সনদ ও এর বাস্তবায়ন নিয়ে চব্বিশের গণ-অভ্যুত্থানের পক্ষের দলগুলোর মধ্যে বিভাজন নিয়ে উৎকণ্ঠা সর্বমহলে। সমাজিক মাধ্যমে চলছে সম্ভাব্য গণভোটের পক্ষে-বিপক্ষে প্রচার। জনপরিসরে নানা প্রশ্ন।

বণিক বার্তা

এশিয়ায় যুক্তরাষ্ট্রের ভূরাজনীতির নতুন কৌশল বিরল খনিজ

একবিংশ শতাব্দীর আন্তর্জাতিক রাজনীতিতে নতুন এক পরিভাষা জায়গা করে নিয়েছে—‘বিরল খনিজ কূটনীতি’ বা রেয়ার আর্থ ডিপ্লোমেসি। অর্থনীতি, প্রযুক্তি, নিরাপত্তা সব ক্ষেত্রেই এটি এখন বৈশ্বিক শক্তির নতুন মাপকাঠি হয়ে উঠেছে। আধুনিক সভ্যতার প্রায় প্রতিটি প্রযুক্তির মেরুদণ্ডে থাকা ১৭টি বিরল খনিজ উপাদানকে ঘিরেই এ কূটনৈতিক ও অর্থনৈতিক প্রতিযোগিতা গড়ে উঠেছে। এশিয়ার পাহাড়ঘেরা ভূভাগ ও নদীনির্ভর অরণ্যের মাটির গভীরেও লুকিয়ে আছে এ বিরল সম্পদ। ধারণা করা হয়, পৃথিবীর অব্যবহৃত বিরল খনিজ মজুদের প্রায় এক-পঞ্চমাংশ দক্ষিণ-পূর্ব এশিয়ার মাটিতেই রয়েছে, যা ভবিষ্যতের শক্তি রূপান্তর ও প্রতিরক্ষা শিল্পের জন্য এক বিশাল প্রতিযোগিতার ক্ষেত্র তৈরি করেছে। এ বিরল খনিজ বর্তমানে এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের ভূরাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

কালের কণ্ঠ

নিরাপত্তাব্যবস্থা নাজুক ৫১২ রেলস্টেশনে

বণিক বার্তা

লিবিয়া থেকে ফিরছেন হাজারো কর্মী, বন্ধ শ্রমবাজার খোলার উদ্যোগ নেই

মানব পাচার, অবৈধ অভিবাসন, কর্মীদের দক্ষতার অভাবসহ নানা কারণে বিদেশে বাংলাদেশের শ্রমবাজার নির্দিষ্ট কয়েকটি দেশের মধ্যে সীমাবদ্ধ হয়ে আছে। নতুন শ্রমবাজার উন্মুক্ত না হলেও যেসব পুরনো শ্রমবাজার বন্ধ হয়েছে সেগুলো চালুর ব্যাপারে দৃশ্যমান অগ্রগতি নেই। শ্রমবাজার সংকুচিত হওয়ায় কয়েক বছর ধরে হাজারো বাংলাদেশী আফ্রিকার দেশ লিবিয়া হয়ে অবৈধভাবে নৌপথে ইউরোপে যাওয়ার চেষ্টা করছেন। অন্যদিকে দেশটিতে বসবাসরত অনিয়মিত শ্রমিকরা দুস্থ, অসহায় অবস্থায় জীবনযাপন করছেন। কেউ কেউ ফিরে আসছেন বাংলাদেশে। গত দুই বছরে কয়েক হাজার কর্মী লিবিয়া থেকে শাহজালাল বিমানবন্দরে নেমেছেন।

প্রথম আলো

চট্টগ্রাম বন্দরে মাশুল বৃদ্ধিতে কার লাভ, কার ক্ষতি

 

কালের কণ্ঠ

চট্টগ্রাম বিভাগে ১০ মাসে তিন হাজার অগ্নিকাণ্ড

চট্টগ্রাম বিভাগে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছেই। আগুন থেকে রেহাই পাচ্ছে না বসতবাড়ি থেকে শুরু করে অত্যাধুনিক কলকারখানাও। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগীয় দপ্তরের তথ্য থেকে জানা গেছে, চট্টগ্রাম বিভাগে গত জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত তিন হাজার ২৩৫টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে বৈদ্যুতিক গোলযোগ থেকে ঘটছে এক হাজার ৫০৩টি, যা মোট অগ্নিকাণ্ডের প্রায় ৪৬ শতাংশ।

সমকাল

ঘোষণা দিয়েও আলু কেনেনি সরকার

কৃষকের লোকসান কমাতে ৫০ হাজার টন আলু কেনার ঘোষণা দিয়েছিল সরকার। পাশাপাশি বলা হয়েছিল, হিমাগারের ফটকে আলুর কেজির সর্বনিম্ন দর হবে ২২ টাকা। গত ২৭ আগস্টের কৃষি মন্ত্রণালয় সেই ঘোষণার দুই মাস পার হলেও কেনা হয়নি আলু, কৃষক পাননি ২২ টাকা দর। ফলে হিমাগার ও বাজারে আরও পড়েছে দাম। এতে মৌসুমজুড়ে আলু নিয়ে হাহাকারে থাকা কৃষক আরও গাড্ডায় পড়েছেন।

প্রথম আলো

সংকট চললেও গ্যাস উৎপাদন বাড়াতে কূপ খননে গতি নেই

দেশে কয়েক বছর ধরে গ্যাসের সংকট চলছে। চড়া দামে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) আমদানি করেও চাহিদা পূরণ করা যাচ্ছে না। দেশীয় গ্যাসের উৎপাদন টানা কমছে। তাই দেশে গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বাড়াতে আগামী ডিসেম্বরের মধ্যে উন্নয়ন, সংস্কার ও অনুসন্ধান মিলে ৫০টি কূপের কাজ শেষ করার কথা। এখন পর্যন্ত শেষ হয়েছে মাত্র ২০টির কাজ।

সমকাল

জনপ্রশাসন সংস্কারের ২০৮ সুপারিশের মধ্যে বাস্তবায়ন তিনটি

অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর নানা খাতে সংস্কার কমিশন গঠন করে। সেই ধারাবাহিকতায় জনপ্রশাসন সংস্কারের জন্যও কমিশন গঠন করা হয়। কমিশন সুপারিশমালা তৈরি করে এরই মধ্যে সরকারের কাছে জমা দিয়েছে। তবে কয়েক মাস পার হলেও উল্লেখযোগ্য বড় সংস্কার বাস্তবায়িত হয়নি। জনপ্রশাসন সংস্কার কমিশনের ২০৮ সুপারিশের মধ্যে আশু বাস্তবায়নযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছিল ১৮টি। পরে তার মধ্য থেকে অপেক্ষাকৃত সহজে বাস্তবায়নযোগ্য আটটি প্রস্তাব বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু এর মধ্যে মাত্র তিনটি বাস্তবায়ন করা হয়েছে।

প্রথম আলো

চার মাসে স্টারলিংকের গ্রাহক ২ হাজারের কম

বাংলাদেশে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংকের যাত্রার পাঁচ মাস পার হয়েছে। গত সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশে তাদের গ্রাহক সংখ্যা দুই হাজারের কম ছিল। এর মধ্যে আবাসিক গ্রাহক হাজারের বেশি।

বিগত আওয়ামী লীগ সরকারের সময় থেকে বাংলাদেশের বাজার ধরার চেষ্টায় ছিল বিশ্বের অন্যতম শীর্ষ এই প্রযুক্তিপ্রতিষ্ঠান। সে সময় পরীক্ষামূলক কিছু কাজও হয়। এটি বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান।

সমকাল

বারবার সংশোধনে ভেস্তে যাচ্ছে ড্যাপ

রাজধানী ঢাকাকে বাসযোগ্য করার যে উদ্দেশ্য নিয়ে বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) প্রণয়ন করা হয়েছে, তা ভেস্তে যেতে বসেছে। বিদ্যমান ড্যাপে (২০২২-৩৫) ভবনের উচ্চতা ও ফ্ল্যাটের সংখ্যা আরেক দফা বাড়িয়ে দেওয়া হয়েছে। এর ফলে অধিকাংশ জায়গায় বাসযোগ্যতার মান ঠিক রাখা সম্ভব হবে না। পাশাপাশি ঢাকা নগরী আরও জনবহুল হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। 

কালবেলা

অর্থ সংকটে জুলাই ফাউন্ডেশন, স্থবির সহায়তা-পুনর্বাসন

ছাত্র-জনতার অভ্যুত্থানের দেড় বছর অতিক্রম করলেও আন্দোলনে আহতদের সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম এখনো শেষ হয়নি। আহতদের অনেকেই বারবার আবেদন করেও পাচ্ছেন না সহায়তা। দীর্ঘসূত্রতা, অর্থ সংকট এবং প্রশাসনিক ধীরগতিতে হতাশা প্রকাশ করেছেন ভুক্তভোগী ও তাদের পরিবার।

বিবিসি

দাসদের খাবার থেকে রসুন রাজকীয় পাতে এলো যেভাবে, এর গুণাগুণ কতটা?

হাজার বছরেরও বেশি সময় ধরে মানুষ রসুন খেয়ে আসছে। শুধু স্বাদের জন্য নয়, বরং এর ঔষধি গুণাগুণের কারণেও।

অ্যান্টিমাইক্রোবিয়াল বা জীবাণুনাশক এবং অ্যান্টিভাইরাল বা ভাইরাস প্রতিরোধী হিসেবে পরিচিত রসুন রান্না ও ঐতিহ্যবাহী চিকিৎসায় দীর্ঘদিন ধরে একটি অপরিহার্য উপাদান হিসেবে ব্যবহার হচ্ছে।

এর উৎপত্তি মূলত এশিয়ায় হলেও অভিবাসী জনগোষ্ঠীর মাধ্যমে রসুন ইউরোপ ও যুক্তরাষ্ট্রেও ছড়িয়ে পড়ে। বর্তমানে চীন বিশ্বের সবচেয়ে বড় রসুন উৎপাদক।