খিলগাঁওয়ে লেক থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
রাজধানীর খিলগাঁও থানার ৬ নাম্বার শান্তিপুর কালভার্ট এলাকার লেক থেকে মোজাফফর হোসেন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। ওই ব্যক্তির বয়স আনুমানিক ৫১ বছর।
রোববার (২ নভেম্বর) দুপুরের দিকে তার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।
বিজ্ঞাপন
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, খিলগাঁও থানার ৬ নম্বর শান্তিপুর কালভার্ট লেকে এক ব্যক্তিকে ভাসতে দেখে স্থানীয় জনতা। পরে আমাদের খবর দিলে আমরা সেখান থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠাই।
তিনি আরও বলেন, আমরা তার পকেটে জাতীয় পরিচয়পত্র পেয়ে তার নাম মোজাফফর হোসেন বলে জানতে পারি। তবে এখন পর্যন্ত আমরা ওই ব্যক্তির পরিবারকে খুঁজে বের করতে পারিনি। তার জাতীয় পরিচয়পত্রে যে ঠিকানা পেয়েছি সেখানে আমাদের অফিসার পাঠিয়েছি। ওই ব্যক্তির শরীরে আমরা কোনো আঘাতের চিহ্ন পাইনি। এটা আত্মহত্যা না অন্য কোনো বিষয় তা জানা যায়নি।
বিজ্ঞাপন
এসএএ/জেডএস