রাজধানীর চকবাজার থানাধীন নাজিম উদ্দিন রোডে পিকআপের চাপায় মো. সোহাগ হাওলাদার (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি পেশায় ঠেলাগাড়ি চালক ছিলেন। 

রোববার (২ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সোহাগ বরিশালের মুলাদী উপজেলার পূর্ব চড়পোদ্দা গ্রামের দুলাল হাওলাদারের ছেলে। বর্তমানে তিনি কেরানীগঞ্জ এলাকায় ভাড়া থাকতেন। 

নিহতের সহকর্মী আশরাফুল ইসলাম জানান, দুপুরের দিকে ঠেলাগাড়িতে ইট বোঝাই করে চকবাজারের দিকে যাচ্ছিলাম। তখন নাজিম উদ্দিন রোড়ে বড় মসজিদের কাছে পৌঁছানো মাত্র একটি ট্রাক ঠেলাগাড়িসহ সোহাগকে চাপা দেয়। পরে আমরা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান সোহাগ আর বেঁচে নেই।

তিনি আরও জানান, এই ঘটনায় ঘাতক ট্রাক ও এর চালককে এলাকাবাসী আটক করে রেখেছে। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি চকবাজার থানা পুলিশকে জানিয়েছি।

এসএএ/জেডএস