ফাইল ছবি

নিষিদ্ধ পলিথিন বিক্রি, সরবরাহ ও বাজারজাতকরণের বিরুদ্ধে রাজধানীর কারওয়ান বাজারে অভিযান পরিচালনা করেছে পুলিশের এলিট ফোর্স র‌্যাব।

রোববার (২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত রাজধানীর কারওয়ান বাজারে অবৈধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানে ২ হাজার ৮৭০ কেজি পলিথিন জব্দ ও দুটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে র‌্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত।

অভিযান শেষে কারওয়ান বাজার মিডিয়া গলিতে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাব-২ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মো. খালিদুল হক হাওলাদার জানান, পরিবেশগত সুরক্ষা নিশ্চিত করতে পলিথিন উৎপাদন, বিক্রি ও ব্যবহারের বিরুদ্ধে র‌্যাব ধারাবাহিক অভিযান পরিচালনা করে আসছে। 

সম্প্রতি র‌্যাব-২ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় কিছু অসাধু ব্যবসায়ীরা নিষিদ্ধ পলিথিন বিক্রি, সরবরাহ ও বাজারজাত করে আসছে। প্রাপ্ত সংবাদ যাচাইয়ের লক্ষ্যে র‌্যাব-২ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। আজ দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত র‌্যাব-২ রাজধানীর কারওয়ান বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনাকালে র‌্যাবের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু হাসান মোবাইল কোর্টের মাধ্যমে দুটি প্রতিষ্ঠানকে নিষিদ্ধ পলিথিন বিক্রি, সরবরাহ ও বাজারজাত করার অপরাধে অর্থদণ্ড প্রদান করেন। 

একই সঙ্গে জনস্বার্থে ভবিষ্যতে পলিথিন বিক্রি, সরবরাহ ও বাজারজাত না করার জন্য মৌখিকভাবে নির্দেশনা প্রদান করা হয়। ভবিষ্যতেও র‌্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

জেইউ/এমএন