যমুনা ফিউচার পার্কের সামনের সড়কে ম্যানহোলের ঢাকনা চুরির কারণে যান চলাচলে বিঘ্ন ঘটছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

ম্যানহোলের ঢাকনা দ্রুত মেরামতের জন্য সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

রোববার (২ নভেম্বর) গুলশান ট্রাফিক বিভাগ ফেসবুক পেইজে এ সংক্রান্তে সচেতনতামূলক একটি পোস্ট দিয়ে বিষয়টি উল্লেখ করেছে।

এতে বলা হয়েছে, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে, যমুনা ফিউচার পার্কের সামনে ইনকামিং এ সড়কের মাঝামাঝি স্থানে ম্যানহোলের ঢাকনা চুরি হয়ে যাওয়ার কারণে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। ইতোপূর্বে প্রায় একই স্থানে ম্যানহোলের সমস্যা হয়েছিল যা সিটি করপোরেশনের মাধ্যমে মেরামত করা হয়। এ ম্যানহোলের ঢাকনা দ্রুত মেরামতের জন্য সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

জেইউ/এমএন