বুনিয়া সোহেলের সহযোগী ককটেল-পেট্রোল বোমাসহ আটক
রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ককটেল, পেট্রোল বোমা, বিস্ফোরক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় শীর্ষ মাদক কারবারি ও সন্ত্রাসী বুনিয়া সোহেলের ড্রাইভার সজীব (২২) নামে এক যুবককে আটক করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, গতকাল রোববার বিকেল ৫টার দিকে শেরেবাংলা আর্মি ক্যাম্পের গোয়েন্দা শাখা গোপন তথ্যে জানতে পারে— মোহাম্মদপুরের তাজমহল রোড এলাকায় এক যুবক ককটেল বোমা তৈরির প্রস্তুতি নিচ্ছে। পরে সেনা সদস্যরা দ্রুত অভিযান চালিয়ে সজীব নামে এক যুবককে আটক করে।
আটক সজীব শীর্ষ সন্ত্রাসী বুনিয়া সোহেলের ড্রাইভার হিসেবে পরিচিত। অভিযানে তার কাছ থেকে বেশ কয়েকটি ককটেল বোমা ও বোমা তৈরির উপকরণ উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
পরে সজীবের দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে জেনেভা ক্যাম্প এলাকায় দ্বিতীয় দফা অভিযান চালানো হয়। এ অভিযানে আরও ককটেল বোমা, পেট্রোল বোমা ও তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে, সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা পালিয়ে যায়। এ সময় ১৮টি ককটেল বোমা, ২৩টি পেট্রোল বোমা, ১৪০টি গ্লাস কনটেইনার, ২৫০ গ্রাম গানপাউডার, ৬ প্যাকেট স্প্লিন্টার, ৫ কেজি মার্বেল পাথর, ৩ কেজি ভাঙা পাথর, একটি ধারালো তলোয়ার ও একটি সামুরাই তলোয়ার উদ্ধার করা হয়।
৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, মোহাম্মদপুরে বেশ কয়েকটি সংঘবদ্ধ চক্র বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। সেনা ও আইনশৃঙ্খলা বাহিনীর এই অভিযানে তাদের কার্যক্রম কিছুটা হলেও কমবে। আটক ব্যক্তির কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ভবিষ্যতে আরও অভিযান চালানো হবে।
বিজ্ঞাপন
অভিযান শেষে আটক সজীব এবং উদ্ধারকৃত বিস্ফোরক-অস্ত্র পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এসএএ/এমজে