ডেমরায় দুর্বৃত্তের মারপিটে আহত অটোরিকশা চালকের মৃত্যু
রাজধানীর ডেমরার রাসেল ব্রিজ এলাকায় দুর্বৃত্তের মারপিটে আহত মো. সাঈদ (৩০) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।
গতকাল রাত ১১টার দিকে হাসপাতালের নতুন ভবনের ৬০১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
বিজ্ঞাপন
নিহত সাঈদের স্ত্রী রত্না আক্তার জানান, তার স্বামী পেশায় একজন অটোরিকশা চালক। ৩১ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে ডেমরার রাসেল ব্রিজ এলাকায় দুর্বৃত্তরা তাকে পিটিয়ে জখম করে।
তিনি বলেন, আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। এরপর অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে এলে আমার স্বামীকে ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। গতকাল রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আমার স্বামী মারা যায়।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, কী কারণে তার ওপর এই হামলা হয়েছে তা এখনও তারা জানতে পারেননি।
নিহত সাঈদ পরিবার নিয়ে যাত্রাবাড়ীর বাঁশেরপুল আমিনবাগ দুই নং গেইট এলাকায় থাকতেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছিল। পরে ডেমরা থানা পুলিশ তার সুরতহাল প্রতিবেদন তৈরি করে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেছে ডেমরা থানা পুলিশ।
এসএএ/এনএফ