একই থাকতে পারে দিন-রাতের তাপমাত্রা
শীতের সকাল
শুক্রবার ছুটির দিনে (০৮ জানুয়ারি) সারাদেশের তাপমাত্রা প্রধানত শুষ্ক থাকতে পারে। রাত ও দিনের তাপমাত্রা একইরকম থাকার সম্ভাবনা রয়েছে। তবে মধ্যরাত থেকে সকাল পযর্ন্ত কুয়াশা পড়তে পারে।
শুক্রবার (০৮ জানুয়ারি) তাপমাত্রার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বিজ্ঞাপন
অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ ঢাকা পোস্টকে জানান, আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে আবহাওয়ার তেমন কোনো পরিবর্তন নেই।
তিনি বলেন, আগামী ১১ জানুয়ারির পর তাপমাত্রা কমতে শুরু হতে পারে। এরপর শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
বিজ্ঞাপন
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তার আশপাশ এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে আছে।
গত ২৪ ঘণ্টায় দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজারহাট ও শ্রীমঙ্গলে ১২ ডিগ্রি সেলসিয়াস। তবে সাড়ে নয়টার পর থেকে তা পরিবর্তন হতে পারে।
একে/এসআরএস