আমন সংগ্রহ অভিযান নির্বিঘ্ন রাখতে কর্মকর্তাদের বদলি স্থগিত
সরকারি পর্যায়ে আমন সংগ্রহ অভিযান নির্বিঘ্ন ও সফলভাবে সম্পন্ন করতে খাদ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বদলি ও পদায়ন স্থগিত করা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) খাদ্য মন্ত্রণালয়ের জারি করা এক অফিস আদেশে এ নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
এতে বলা হয়, সরকারি পর্যায়ে আমন সংগ্রহ অভিযানে খাদ্য অধিদপ্তরের এলএসডি, সিএসডি ও সাইলোগুলোতে দায়িত্বরত কর্মকর্তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। আসন্ন মৌসুমে আমন সংগ্রহের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন এবং সংগ্রহ অভিযান নিরবচ্ছিন্ন ও নির্বিঘ্ন রাখার লক্ষ্যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এলএসডিগুলোর ভারপ্রাপ্ত কর্মকর্তা, সিএসডিগুলোর ব্যবস্থাপক এবং সাইলোগুলোর সাইলো অধীক্ষকদের বদলি বা পদায়ন স্থগিত থাকবে।
শুধু অবসর ও মৃত্যুজনিত কারণে কোনো পদশূন্যতা সৃষ্টি হলে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের অনুমোদনক্রমে এসব কর্মকর্তাদেরকে বদলি বা পদায়ন করা যেতে পারে বলেও অফিস আদেশে জানানো হয়েছে।
বিজ্ঞাপন
এতে আরও বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এসএইচআর/বিআরইউ