রাজধানীর বনানীতে একটি বাসায় পারিবারিক কলহের জেরে মোনালিসা মুন্নি (২০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

মোনালিসার বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার চরকাসিয়া গ্রামে। স্বামীকে নিয়ে তিনি বনানী থানার ১৯৬/৬ নিয়াজুদ্দিনের টিনশেডের বাসায় ভাড়া থাকতেন।

মৃত মোনালিসা মুন্নির স্বামী রানা জানান, আমি একটি প্রিন্টিং প্রেসে কাজ করি। গতকাল তার সাথে সামান্য ঝগড়া হয়েছিল। অফিস থেকে বাসায় আসিনি। আজকে সকালে বাসায় আসি। পরে নামাজ থেকে আসার পর সে আমাকে ভাত বেড়ে দেয়, আমি খাওয়া-দাওয়া করি। এরপর দুষ্টুমি করতে করতে আবার ঝগড়া হয়। পরে সে অভিমান করে নিজ রুমে গিয়ে ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে পড়ে। দেখতে পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক জানান— আমার স্ত্রী আর বেঁচে নেই।

কান্নাজড়িত কণ্ঠে তিনি আরও বলেন, আড়াই বছর আগে আমরা বিয়ে করেছিলাম। কী থেকে কী হয়ে গেল, কিছুই তো বুঝতে পারলাম না। আমাদের কোনো সন্তান নেই। এখন আমি কি নিয়ে বাঁচব! এতটুকু সামান্য কথায় সে এই কাজ করবে এটা তো বুঝতে পারিনি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।

এসএএ/এমজে