বিগত বছরগুলোতে আমরা পরিকল্পনা ও উন্নয়নে জনগণের প্রকৃত চাহিদাগুলো প্রতিফলিত করতে পারিনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সভাপতি পরিকল্পনাবিদ প্রফেসর ড. আদিল মুহম্মদ খান।

শুক্রবার (৭ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে বিআইপি কনফারেন্স হলে বিশ্ব নগর পরিকল্পনা দিবস উপলক্ষে এক সেমিনারে তিনি এ কথা বলেন।

ড. আদিল মুহম্মদ খান বলেন, বিগত বছরগুলোতে আমরা পরিকল্পনা ও উন্নয়নে জনগণের প্রকৃত চাহিদাগুলো প্রতিফলিত করতে পারিনি। বরং অনেক সময় দেখেছি, ইচ্ছাকৃতভাবে এমন অনেক প্রকল্প নেওয়া হয়, যা সমাজের নির্দিষ্ট পক্ষের স্বার্থসিদ্ধির হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। এর ফলে ঘটেছে পরিবেশ দূষণ, সম্পদের অপচয় এবং দুর্নীতি। বর্তমানে আমরা এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি, যেখান থেকে আমাদের পরিকল্পনা প্রক্রিয়াকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৫ বছর পর আমরা অবশেষে জাতীয় স্থানিক পরিকল্পনা অধ্যাদেশ প্রণয়ন করতে পেরেছি, যা নিঃসন্দেহে একটি যুগান্তকারী পদক্ষেপ। এই অধ্যাদেশের ফলে এখন থেকে কোনো মন্ত্রণালয়, বিভাগ বা দপ্তর এমন প্রকল্প নিতে পারবে না, যা আমাদের জাতীয় লক্ষ্য ও অগ্রাধিকারের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন- গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য সচিব ড. মঞ্জুর হোসেন, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ শেখ মুহম্মদ মেহেদী আহসান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান হলেন ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম, নগর উন্নয়ন অধিদপ্তরের পরিচালক মো. মাহমুদ আলী, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ফেরদৌসী বেগম প্রমুখ।

এএসএস/এমজে