ট্রেস কনসাল্টিং ‘জনতার ইশতেহার’ সংলাপ শুরু
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইশতেহারে নাগরিক প্রত্যাশার প্রতিফলন কতটা হচ্ছে— সেই প্রশ্নের উত্তর খুঁজতে ‘জনতার ইশতেহার’ নামে সংলাপ শুরু হয়েছে। সংলাপটি আয়োজন করেছে ট্রেস কনসাল্টিং নামে একটি প্লাটফর্ম।
শনিবার (৮ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল বলরুমে সংলাপ অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
‘জনতার ইশতেহার’ সংলাপে স্বাগত বক্তব্য দেন ট্রেস কনসাল্টিং প্লাটফর্মের প্রধান নির্বাহী ফুয়াদ এম খালিদ হোসেন।
সংলাপে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ নির্বাচন বিশেষজ্ঞ, কূটনীতিক, উন্নয়ন সহযোগী সংস্থা এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।
বিজ্ঞাপন
এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আজাদ, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব মো. আখতার হোসেনসহ রাজনৈতিক দলের প্রতিনিধি অংশ নেবেন।
সংলাপের মাধ্যমে নাগরিক মতামতের ভিত্তিতে রাজনৈতিক দলগুলো কীভাবে তাদের নির্বাচনী ইশতেহার প্রণয়ন করতে পারে এবং প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন কতদূর হয়েছে— তা বিশ্লেষণের কাঠামো তুলে ধরা হবে।
প্লাটফর্মে সূত্র মতে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রযুক্তি ব্যবহার করে রাজনৈতিক দলগুলো তাদের ইশতেহার প্রণয়নে কীভাবে নাগরিক প্রত্যাশার অধিকতর ও কার্যকর প্রতিফলন করতে পারে, সে বিষয়ে ট্রেস কনসাল্টিং সংলাপের আয়োজন করেছে।
সংলাপটি সঞ্চালনা করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. সাহাব এনাম খান।
এমএসআই/এমএন