ঢাকা-১০ সংসদীয় আসনের ভোটার হতে ধানমন্ডি থানা নির্বাচন অফিসে গিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

রোববার (৯ নভেম্বর) বিকেল ৪টার কিছু আগে তিনি রাজধানীর গ্রিন রোডে ধানমন্ডি থানা নির্বাচন অফিসে যান। আসিফ মাহমুদ ধানমন্ডি থানা নির্বাচন অফিসার ওয়াজাহাত নূরের কাছে ভোটার স্থানান্তরের আবেদন করবেন।

প্রসঙ্গত, উপদেষ্টা আসিফ মাহমুদ কুমিল্লা-৩ আসনের ভোটার। ঢাকা-১০ (ধানমন্ডি-কলাবাগান-নিউমার্কেট-হাজারীবাগ) আসন থেকে তিনি নির্বাচন করতে পারেন। সেজন্যই এখানে ভোটার হচ্ছেন বলে জানা গেছে।

এএসএস/এসএসএইচ