হাইওয়ে সুইটসের মিষ্টির শিরায় মরা তেলাপোকা, জরিমানা দেড় লাখ
চট্টগ্রামের নামকরা প্রতিষ্ঠান হাইওয়ে সুইটসের মিষ্টির শিরার মধ্যে পড়েছিল অসংখ্য মরা তেলাপোকা এবং অস্বাস্থ্যকর পরিবেশ বানানো হচ্ছিল খাদ্য। জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিয়ানে ধরা পড়ে এসব অনিয়ম।
রোববার (৯ নভেম্বর) দুপুরে নগরীর লালখান বাজারের হাইওয়ে সুইটস শাখাকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
বিজ্ঞাপন
একই অভিযানে ওরেগানো মোনাফা ভান্ডারী মার্কেট নামে একটি দোকানে মেয়াদবিহীন খাদ্যদ্রব্য বিক্রি করায় ১০ হাজার টাকা, নিউ প্রিন্স হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনে প্রক্রিয়াকরণের জন্য চার হাজার টাকা আদায় করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম জেলার উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, হাইওয়ে সুইটসের মিষ্টির শিরায় মরা তেলাপোকা পাওয়া গেছে এবং অস্বাস্থ্যকর পরিবেশ খাবার তৈরির দায়ে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে আরও তিন প্রতিষ্ঠানকে মোট ২৪ হাজার টাকা জরিমানা করা হয়।
বিজ্ঞাপন
আরএমএন/জেডএস