মালয়েশিয়ায় অসুস্থ বাংলাদেশি নাগরিক জাহাঙ্গীর আলম সরকারি খরচে দে‌শে ফিরেছেন। গত শুক্রবার তা‌কে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।  

রোববার (৯ ন‌ভেম্বর) কুয়ালালামপুরের বাংলা‌দেশ হাইকমিশন এ তথ্য জা‌নি‌য়ে‌ছে।

হাইকমিশন জানায়, গত মাসে জহুর বারুতে পেকান নানাস ক্যাম্প পরিদর্শনের সময় বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তাদের নজরে আসা অসুস্থ বাংলাদেশি নাগরিক জাহাঙ্গীর আলমকে গত ৭ নভেম্বর হাইকমিশনের ব্যবস্থাপনায় দেশে পাঠানো হয়েছে। জাহাঙ্গীর আলমের যার তথ্য চেয়ে হাইকমিশনের ফেসবুক পেজ থেকে অনুরোধ জানানোর পর ৫টি জেলা থেকে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে নরসিংদী জেলায় তার পরিবারকে শনাক্ত করা হয়। তাকে বাংলাদেশ হাইকমিশন সরকারি খরচে তার পরিবারের কাছে পৌঁছে দিয়েছে।

জাহাঙ্গীর আলম গত ৭ নভেম্বর রাত ১০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে প্রবাসী কল্যাণ ডেস্কের সহযোগিতায় ইমিগ্রেশনের সব কার্যক্রম শেষে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

এনআই/জেডএস