চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মদুনাঘাট ও পৌরসভা কার্যালয় এলাকা থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে একজন ৩০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক নারী। 

সোমবার (১০ নভেম্বর) সকাল দশটার দিকে পৃথক দুটি স্থান থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালের দিকে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে মদুনাঘাট তদন্ত কেন্দ্রের পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

মদুনাঘাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক কার্তিক চন্দ্র বিশ্বাস জানান, মরদেহটি ৩ থেকে ৪ দিন আগের হতে পারে এবং ফুলে গেছে। মরদেহের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।

এদিকে প্রায় একই সময়ে হাটহাজারী পৌরসভা কার্যালয় এলাকার জিন্নুরাইন মাদ্রাসা সড়কের পাশের একটি ডোবার ধার থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার আনুমানিক বয়স ৫৫ বছর।

পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির মুখে একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

আরএমএন/জেডএস