প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।

প্রথম আলো

যক্ষ্মায় দৈনিক মৃত্যু ১২১, তিন দশকের চেষ্টায়ও সাফল্য নেই

তিন দশক ধরে বিপুল পরিমাণ বৈদেশিক অর্থ ও কারিগরি সহায়তা পাওয়ার পরও দেশে যক্ষ্মা নিয়ন্ত্রণে বড় সাফল্য নেই। ওষুধ ও কিট কিনতে স্বাস্থ্য অধিদপ্তর দাতাদের কাছে জরুরিভাবে অর্থ চেয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সরকারের নজরদারির অভাব, এনজিওগুলোর ওপর অতিনির্ভরশীলতা ও লক্ষ্যমাত্রা পূরণের চাপ যক্ষ্মা কর্মসূচিকে দুর্নীতিগ্রস্ত করেছে।

আজকের পত্রিকা

বেসরকারি মেডিকেল কলেজে আসন কমল ৩৬৭টি

সরকারি মেডিকেল কলেজের সঙ্গে বেসরকারি মেডিকেল কলেজেও এমবিবিএস ডিগ্রিতে শিক্ষার্থী ভর্তির আসন কমানো হয়েছে। মোট ৩৬৭টি আসন কমানো হয়েছে।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগ সূত্রে আজ সোমবার (১০ নভেম্বর) বিষয়টি জানা গেছে।

কালের কণ্ঠ

জটিল ঘূর্ণিপাকে রাজনীতি

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি এবং জাতীয় সংসদ নির্বাচনের আগে নভেম্বরে গণভোটসহ পাঁচ দফা দাবিতে আজ জামায়াতে ইসলামীসহ আট দলের সমাবেশ। দুপুর ২টায় রাজধানীর পল্টনে এ সমাবেশ হতে যাচ্ছে। জামায়াত থেকে আগেই বলা হয়েছে, ‘দাবি মেনে না নিলে আগামী ১১ নভেম্বর রাজধানী ঢাকার চিত্র ভিন্ন হবে।’ এদিকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোকে দেওয়া অন্তর্বর্তী সরকারের এক সপ্তাহের সময় গতকাল সোমবারই শেষ হয়ে গেছে।

প্রথম আলো

বিদেশ থেকে ১৯৬ প্রাণী কিনতে চায় জাতীয় চিড়িয়াখানা, কী কী থাকছে

ঢাকার মিরপুরের বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ পাঁচ অর্থবছরে বিদেশ থেকে ৩৫ প্রজাতির ১৯৬টি প্রাণী কেনার পরিকল্পনা নিয়েছে।

সম্প্রতি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় পরিকল্পনাটি অনুমোদন দিয়েছে। চিড়িয়াখানাটিতে থাকা নিঃসঙ্গ প্রাণীদের সঙ্গী দেওয়া, আন্তপ্রজনন ঠেকানো, আয়ুষ্কাল অতিক্রম করা প্রাণী প্রতিস্থাপন, নতুন প্রজাতি সংযোজন, প্রদর্শনীর আকর্ষণ বাড়ানোর মতো বিষয় বিবেচনায় এই অনুমোদন দেওয়া হয়।

কালের কণ্ঠ

বেড়েছে সাত ধরনের অপরাধ, অক্টোবরে তিন শতাধিক হত্যা

সারা দেশে হত্যাসহ সাত ধরনের অপরাধ বেড়েছে। অন্য ছয়টি অপরাধের মধ্যে রয়েছে—ডাকাতি-দস্যুতা, অপহরণ, নারী ও শিশু নির্যাতন, চুরি, সিঁধেল চুরি ও পুলিশের ওপর হামলার ঘটনা। চলতি বছরের সেপ্টেম্বরের তুলনায় অক্টোবর মাসে এই সাত ধরনের অপরাধের ঘটনায় ৫ শতাংশ মামলা বেড়েছে।

পুলিশ সদর দপ্তরের অপরাধবিষয়ক মাসিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত বছরের আগস্ট থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত ১৩ মাসে সারা দেশে উল্লিখিত সাত ধরনের অপরাধমূলক ঘটনায় ৩৯ হাজার ৯৩৬টি মামলা হয়েছে।

কালের কণ্ঠ

সংকটে সক্ষমতা হারাচ্ছেন করদাতারা

শত শত কারখানা বন্ধ। অনেক কারখানায় ভাঙচুর করা হয়েছে, দেওয়া হয়েছে আগুন। নেই উৎপাদন। বেকার লাখো শ্রমিক।

হারিয়ে গেছে প্রাণচাঞ্চল্য। আইন-শৃঙ্খলা পরিস্থিতির ভঙ্গুর দশা। নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি। আসছে না নতুন বিনিয়োগ।

সমকাল

রাজনৈতিক আশ্রয়ের আবেদন পাসপোর্টের সূচকে প্রভাব ফেলে

ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো বলেছেন, বাংলাদেশের নাগরিকদের মধ্যে অবৈধ অভিবাসনের মাধ্যমে বিদেশে গিয়ে রাজনৈতিক আশ্রয় লাভের প্রবণতা রয়েছে। এসব কর্মকাণ্ড পাসপোর্টের সূচকে প্রভাব ফেলে। তিনি বলেন, ইতালিতে বৈধ কাগজপত্র ছাড়া অবস্থান করা আরও বাংলাদেশিকে ফেরত পাঠানোর পরিকল্পনা রয়েছে। এ সময় আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

গতকাল সোমবার সকালে রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে এক সেমিনারে তিনি এ কথা বলেন। ‘সম্পর্কের বন্ধন সুদৃঢ়করণ : বাংলাদেশ ও ইতালির ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি’ শীর্ষক ওই সেমিনারের আয়োজন করে বিআইআইএসএস।

আজকের পত্রিকা

সিলেট-আখাউড়া রেলপথ: রেলের জমিতে ঘর-খামার, উচ্ছেদের পর ফের দখল

সিলেট-আখাউড়া রেলপথের মৌলভীবাজারে শ্রীমঙ্গল-কুলাউড়াসহ ৯টি স্টেশনে প্রায় হাজার কোটি টাকার জায়গা দখল করে গড়ে তোলা হয়েছে বিভিন্ন অবৈধ স্থাপনা ও কৃষি খামার। স্থানীয় প্রভাবশালীদের দখলে থাকা এসব সম্পত্তি উদ্ধারে স্থায়ী কোনো পদক্ষেপ নিচ্ছে না রেলওয়ের ভূসম্পত্তি বিভাগ। মাঝেমধ্যে বিচ্ছিন্নভাবে উচ্ছেদ অভিযান চালানো হলেও কয়েক দিন পর এগুলো আবার বেদখল হয়ে যায়। স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্টদের ভাষ্য, দখল করা এসব জায়গা উদ্ধার করা প্রয়োজন।

কালের কণ্ঠ

৫৭% শুল্কে পথে বসব শুল্ক কমানোর দাবি

দেশে মোবাইল ফোন আমদানিতে ৫৭ শতাংশ পর্যন্ত অস্বাভাবিক শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। সম্প্রতি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এক প্রজ্ঞাপনে জানায়, আগামী ১৬ ডিসেম্বর থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম চালু করা হবে। এই সিস্টেম চালু হলে প্রবাসীদের মাধ্যমে আনা মোবাইল ফোন বিক্রির বাজার, যা ‘গ্রে মার্কেট’ নামে পরিচিত’ সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। এতে দেশের অসংখ্য ক্ষুদ্র ব্যবসায়ী ও খুচরা বিক্রেতা তাঁদের পেশা হারানোর আশঙ্কায় রয়েছেন।

সমকাল

এইডস টেস্টিং কিটের তীব্র সংকট, বিনামূল্যের সেবায় লাগছে টাকা

দেশজুড়ে সরকারি চিকিৎসাকেন্দ্রে এইচআইভি শনাক্তে ব্যবহৃত টেস্টিং কিটের তীব্র সংকট দেখা দিয়েছে। ছয় মাস ধরে দেশের ২৩টি সরকারি কেন্দ্রে তিন ধাপের বাধ্যতামূলক পরীক্ষার মধ্যে কেবল প্রথম ধাপে ‘ডিটারমাইন’ পরীক্ষা করা সম্ভব হচ্ছে। বাকি দুটি ‘ইউনিগোল্ড’ ও ‘ফার্স্ট রেসপন্স’ কিট নেই বলে পরীক্ষায় বিঘ্ন ঘটছে। ফলে বিনামূল্যের রক্ত পরীক্ষার পরিবর্তে রোগীদের ব্যক্তিগতভাবে ৭০০ থেকে ১ হাজার ৫০০ টাকা খরচ করে বাইরে গিয়ে তা করাতে হচ্ছে। এতে অনেকেই পরীক্ষা না করিয়ে ফিরে যাচ্ছেন, যা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে দেশে এইচআইভি সংক্রমণ নিয়ন্ত্রণে বড় হুমকি।

আজকের পত্রিকা

ককটেল আগুনে বাড়ল উদ্বেগ

রাজধানীতে ২৪ ঘণ্টার মধ্যে কয়েক জায়গায় ককটেল বিস্ফোরণ এবং কয়েকটি বাসে আগুন দেওয়া হয়েছে। ঢাকার বাইরেও এই সময়ে ঘটেছে নাশকতামূলক আগুনের ঘটনা। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর রশি-টানাটানি, অস্থিরতা চলছে। এর মধ্যে মানবতাবিরোধী অপরাধের মামলায় আগামী বৃহস্পতিবার ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের দিন ঘোষণা করা হবে। ওই দিন আবার ঢাকা লকডাউনের হুমকি দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। সব মিলিয়ে এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে ককটেল-আগুনের ঘটনায় জনমনে উদ্বেগ-আতঙ্ক আরও বাড়ল।

বণিক বার্তা

এক হাসপাতালেই সাড়ে ৩ হাজার কোটি টাকার ঋণ যার পুরোটাই খেলাপি

রাজধানীর বহুল আলোচিত-সমালোচিত বেসরকারি হাসপাতালগুলোর একটি আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতাল। বেসরকারি এ হাসপাতালের নামে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে (এনবিএফআই) ঋণ রয়েছে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকার। বিপুল এ ঋণের প্রায় সবটাই এখন খেলাপি। হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আনোয়ার হোসেন খান পলাতক। একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য হয়েছিলেন।

যুগান্তর

সমাপ্তির আগেই যন্ত্রপাতির ওয়ারেন্টির মেয়াদ শেষ

প্রকল্প সম্পন্ন এবং উৎপাদন শুরু-কোনোটিই হয়নি। অথচ এর মধ্যেই যন্ত্রপাতির ওয়ারেন্টির মেয়াদ শেষ হয়ে গেছে। এমন ঘটনা ঘটেছে এক হাজার কোটি টাকা ব্যয়ের সৈয়দপুর ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্পে। খবর সংশ্লিষ্ট সূত্রের।

বণিক বার্তা

স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পরও তিন বছর শুল্ক সুবিধা দেবে জাপান

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের পরও সংশ্লিষ্ট দেশগুলোকে আরো তিন বছর জেনারালাইজড সিস্টেম অব প্রেফারেন্স (জিএসপি) বা অগ্রাধিকারমূলক সুবিধা ব্যবস্থার আওতায় শুল্ক সুবিধা দেবে জাপান। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) কমিটি অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্টে দাখিল করা সাম্প্রতিক একটি নোটিফিকেশনে এ তথ্য উল্লেখ করা হয়েছে। বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ও জাপানের এ ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছে।

দেশ রূপান্তর

সুযোগে সক্রিয় আন্ডারওয়ার্ল্ড

সরকারের ঘোষণা অনুসারে আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আগামী মাসের যে কোনো দিন নির্বাচনী তফসিল ঘোষণার কথা রয়েছে। বিভিন্ন আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে রাজনৈতিক দলগুলো। প্রচার-প্রচারণা শুরু হয়েছে সারা দেশেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্তারা বৈঠক করছেন। এরই মধ্যে হত্যাকাণ্ড, চাঁদাবাজিসহ নানা অপরাধের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন সরকারের হাইকমান্ড। ঢাকা ও চট্টগ্রামসহ কয়েকটি স্থানে হত্যাকাণ্ড ও গুলির ঘটনার পেছনে আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসীদের নাম উঠে এসেছে। ব্যক্তিগত ও এলাকাভিত্তিক আধিপত্যের পাশাপাশি পতিত আওয়ামী লীগের ইন্ধন থাকার বিষয়ে তথ্য পেয়েছে পুলিশ। যারা ইন্ধন দিয়েছে তাদের নামও উদঘাটন করার দাবি করেছে পুলিশ। 

কালবেলা

দিল্লির লাল কেল্লার কাছে গাড়িতে বিস্ফোরণে নিহত ৮

ভারতের রাজধানী নয়াদিল্লির একটি মেট্রোস্টেশনের কাছে একটি গাড়িতে বিস্ফোরণে অন্তত আট ব্যক্তি নিহত হয়েছেন। আরও অনেকে আহত হয়েছেন।

গতকাল সোমবার সন্ধ্যায় দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা লাল কেল্লায় এ বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ ঘটনার পর দিল্লিতে উচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ।

দেশ রূপান্তর

সড়ক বাড়াতে বলি ১৯১৫ গাছ

সড়কের দুই পাশে সারি সারি নানা জাতের গাছ। সবুজে মোড়ানো প্রায় চার দশকের পুরনো গাছগুলো সড়ক সম্প্রসারণের দোহাই দিয়ে কাটা হচ্ছে। উপকূলীয় বন বিভাগের উদ্যোগে ১ হাজার ৯১৫টি বৃক্ষ নিধনের এ আয়োজন চলছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়। অদূরদর্শিতার কারণে উপজেলার সিইউএফএল সড়ক ও মেরিন একাডেমি সড়কে কোনো ক্লান্ত পথিককে ছায়া দেওয়ার গাছ আর থাকছে না। সড়ক সম্প্রসারণের বলি হয়ে এসব গাছে করাত আর কুড়ালের কোপ পড়তে শুরু করেছে।

কালবেলা

অন্তর্বর্তী সরকারের কি গণভোট দেওয়ার এখতিয়ার আছে

বিদ্যমান সংবিধান মেনে শপথ নেওয়া অন্তর্বর্তী সরকারের গণভোট দেওয়ার এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। তিনি বলেছেন, ‘গণভোট কে দেবে? এই সরকারের কি এখতিয়ার আছে গণভোট দেওয়ার? তিনি (প্রধান উপদেষ্টা) তো বলছেন, এই সংবিধান রক্ষা করব। কীসের গণভোট?’ যে কোনো জাতীয় সনদে সুপারিশ ও বাস্তবায়নে তথাকথিত ঐকমত্য কমিশনের কোনো আইনি বৈধতা নেই বলেও মন্তব্য করেন তিনি।

গতকাল সোমবার ‘নতুন বাংলাদেশ গঠনের চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এই আলোচনা সভার আয়োজন করে ‘সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড পিস স্টাডিজ’ নামে একটি প্ল্যাটফর্ম।

দেশ রূপান্তর

ব্যালট ছাপাতে ৯১৪ টন কাগজ কিনছে ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট ছাপাতে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় অবস্থিত বিসিআইসির কাগজ উৎপাদনকারী প্রতিষ্ঠান চন্দ্রঘোনা কর্ণফুলী পেপার মিলস লিমিটেড (কেপিএম) থেকে ৯১৪ টন কাগজ কিনছে নির্বাচন কমিশন। যার বাজারমূল্য প্রায় ১১ কোটি ১১ লাখ টাকা। ইতিমধ্যে ১৭৮ টন কাগজ সরবরাহ হয়েছে। আরও ৭৩৬ টন কাগজ ধাপে ধাপে উৎপাদন করে ২০২৬ সালের জানুয়ারির মধ্যে সরবরাহ করা হবে। কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ শহীদ উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিবিসি বাংলা

'সুযোগ' পেলে বিএনপি বা জামায়াতের সাথে জোটবদ্ধ নির্বাচন করতে আগ্রহী জাতীয় পার্টি

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি, জামায়াতে ইসলামী কিংবা জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির মতো দলগুলো যখন নির্বাচনী মাঠে ব্যস্ত, তখন ভোটে অংশ নেওয়া নিয়ে চরম অনিশ্চয়তায় আওয়ামী লীগের রাজনৈতিক মিত্র জাতীয় পার্টি।

অনিশ্চয়তা থাকলেও এরই মধ্যে ভেতরে ভেতরে প্রার্থী বাছাই ও নির্বাচনী প্রস্তুতি নিতে শুরু করেছে দলটি। তারা বলছে, শেষ পর্যন্ত যদি ভোটে অংশ নেওয়ার ব্যাপারে 'গ্রিন সিগন্যাল' মেলে, তাহলে জোরেসোরে মাঠে নামবে তারা।