ব্যস্ত পল্টন মোড় আটকে আট দলের সমাবেশ : দুর্ভোগ জনসাধারণের
কর্মদিবসে ব্যস্ততম পল্টন মোড় বন্ধ করে সমমনা ৮টি রাজনৈতিক দল সমাবেশ করছে। এতে করে পল্টন মোড় ঘিরে থাকা ৪টি গুরুত্বপূর্ণ সড়কেই যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ জনগণ।
সোমবার (১১ নভেম্বর) দুপুর ২টায় জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি ও নভেম্বর মাসেই গণভোট আয়োজন, নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবিতে তাদের এই সমাবেশ শুরু হয়।
বিজ্ঞাপন
সরেজমিনে দেখা গেছে, পল্টন মোড়ে কাকরাইলের দিকে মুখ করে সমাবেশের স্টেজ বানানো হয়েছে। এতে করে জিরো পয়েন্ট থেকে পল্টন মোড়, প্রেস ক্লাব থেকে পল্টন মোড়, কাকরাইল থেকে পল্টন মোড় এবং বায়তুল মোকাররম থেকে পল্টন মোড়ে যান চলাচল বন্ধ রয়েছে। এই পথের যানবাহনগুলোকে ভিন্ন পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে।
এদিকে যানবাহন বন্ধ থাকায় এই পথে চলাচল করা জনসাধারণকে হেঁটে চলতে হচ্ছে। তারা বলছেন, দেশের কোনো রাজনৈতিক দলই মানুষকে কষ্ট দেওয়া ছাড়া কোনো কাজ করতে পারে না। রাস্তা বন্ধ করে সমাবেশ তারই নমুনা।
বিজ্ঞাপন
হাবিবুল্লাহ সিদ্দিক নামের এক পথচারী বলেন, যানচলাচল বন্ধ থাকায় ব্যাপক বিড়ম্বনায় পড়েছি। কোনো উপায় না দেখে হেঁটেই সামনের দিকে যাচ্ছি। কোথায় গিয়ে গাড়িতে উঠতে পারব জানি না।
এনামুল হাসান নামের আরেক অনলাইন কুরিয়ার কোম্পানির ডেলিভারি বয় বলেন, সাইকেল নিয়েও সামনে যাওয়া যাচ্ছে না। এই এলাকায় অনেক ডেলিভারির দায়িত্ব আমার। বাধ্য হয়েই হেঁটেই আশপাশের পুরো এলাকা ঘুরতে হচ্ছে।
ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, পল্টন মোড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে আট দলের সমাবেশকে কেন্দ্র করে দৈনিক বাংলা থেকে পল্টনমুখী সড়ক বন্ধ রয়েছে। ফলে ওই এলাকায় যানবাহন চলাচলে ব্যাপক শ্লথতা দেখা দিয়েছে।
পুলিশ জানিয়েছে, পল্টনমুখী গাড়িগুলোকে শাপলা চত্বর ও ফকিরাপুলের দিকে ডাইভারশন করে দেওয়া হচ্ছে। ফকিরাপুল থেকে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত যানবাহন খুব ধীর গতিতে চলছে, আর কিছু গাড়িকে বাবু রহমত মার্কেট ও শাপলা চত্বরের দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এছাড়া শান্তিনগর মোড় থেকে রাজমণি ক্রসিংমুখী যান চলাচল বন্ধ থাকায় গাড়িগুলোকে পুলিশ লাইন ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।
এমএইচএন/আরএইচটি/জেডএস