গোপালপুরে নির্বাচন অফিসে হামলা
দৃষ্টান্তমূলক শাস্তি চায় উপজেলা ইলেকশন অফিসার্স অ্যাসোসিয়েশন
টাঙ্গাইলের গোপালপুর উপজেলা নির্বাচন অফিসারের ওপর হামলা ও সরকারি কার্যালয়ে ভাঙচুর করার ঘটনায় তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে উপজেলা ইলেকশন অফিসার্স অ্যাসোসিয়েশন।
আজ (মঙ্গলবার) উপজেলা ইলেকশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোহাম্মদ আশফাকুর রহমান ও সদস্য সচিব মো. ইউসুফ-উর-রহমানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ জানানো হয়।
বিজ্ঞাপন
সংগঠনটি জানায়, ১০ নভেম্বর টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নজরুল ইসলামের ওপর তার নিজ কার্যালয়ে সরকারি দায়িত্ব পালনকালে আনুমানিক ৩০-৪০ জন দুর্বৃত্ত কর্তৃক ন্যক্কারজনক হামলার ঘটনা ঘটেছে। একই সঙ্গে উপজেলা নির্বাচন কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালানো হয়। এই ঘটনা নির্বাচন কমিশনের দেশব্যাপী কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নিরাপত্তাহীনতা, গভীর উদ্বেগ ও ক্ষোভের সঞ্চার করেছে, যা উপজেলা ইলেকশন অফিসার্স অ্যাসোসিয়েশনের নজরে এসেছে। উপজেলা ইলেকশন অফিসার্স অ্যাসোসিয়েশন এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং অবিলম্বে হামলাকারী দুর্বৃত্তদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছে।
একই সঙ্গে, সারাদেশে নির্বাচন কমিশনের মাঠপর্যায়ের সকল কার্যালয়ে (উপজেলা, জেলা ও আঞ্চলিক নির্বাচন অফিস) কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ ও আনসার মোতায়েনের বিষয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছে।
বিজ্ঞাপন
এসআর/এনএফ