ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ-মিছিলের চেষ্টা, আটক ২
রাজধানীর ধানমন্ডির ১১/এ এলাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) তদন্ত সংস্থা কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অন্যদিকে ধানমন্ডি ২৭ এলাকায় মিছিলের চেষ্টা কালে দুজনকে আটক করেছে পুলিশ।
আজ (মঙ্গলবার) রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান।
বিজ্ঞাপন
তিনি বলেন, ধানমন্ডি ১১/এ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
আরও পড়ুন
এছাড়া ধানমন্ডি ২৭ এ মিছিলের চেষ্টা কালে দুজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
বিজ্ঞাপন
এসএএ/এনএফ