বকেয়া গ্যাস বিল আদায়ের নামে প্রতারক চক্রের প্রতারণা থেকে সতর্ক থাকতে গ্রাহকদের প্রতি আহ্বান জানিয়েছে জালালাবাদ গ্যাস টি অ্যান্ড টি সিস্টেম।

মঙ্গলবার (১১ নভেম্বর) এক বার্তায় এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি।

এতে বলা হয়, ইদানীং একটি প্রতারক চক্র বকেয়া গ্যাস বিল আদায়ের নামে গ্রাহক আঙিনায় প্রবেশ করে অথবা গ্রাহকগণের মোবাইল নম্বরে ফোন করে গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণের হুমকি প্রদানের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে, যার সাথে জালালাবাদ গ্যাসের কোনো সংশ্লিষ্টতা নেই।

বার্তায় আরও বলা হয়, জালালাবাদ গ্যাসের গ্রাহকরা নির্দিষ্ট ব্যাংক শাখায় কিংবা অনলাইনে গ্যাস বিল পরিশোধ করে থাকেন। ফলে এ ধরনের প্রতারণার মাধ্যমে কেউ অর্থ আদায়ের প্রচেষ্টা করলে আর্থিক লেনদেন না করে জালালাবাদ গ্যাসের হটলাইনে যোগাযোগ এবং প্রতারককে স্থানীয় থানায় সোপর্দ করার জন্য অনুরোধ করা হলো।

প্রতিষ্ঠানটি জানায়, বৈধ অ্যাকাউন্ট ছাড়া এ ধরনের প্রতারক চক্রের সাথে কোনো প্রকার আর্থিক লেনদেন না করার জন্য গ্রাহকদের বিনীতভাবে অনুরোধ করা হলো।

ওএফএ/বিআরইউ