কাতার প্রবাসীদের পুরাতন ছবি

কাতার থেকে দেশে এসে করোনায় আটকে পড়াদের প্রতারক থেকে সাবধান থাকার অনুরোধ করেছে বাংলাদেশের কাতার দূতাবাস।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানায় দূতাবাস। 

বিজ্ঞপ্তিতে বলা হয়- সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দেশে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের প্রতারণার ফাঁদে ফেলার চেষ্টা করছে প্রতারকেরা। বিভিন্ন দেশের ফোন কোড ব্যবহার করে তারা টাকা দাবি করছে। 

কাতারে ফিরতে বা অন্য কোনো ইস্যুতে এসব প্রতারকদের খপ্পড়ে না পড়ার জন্য সতর্ক থাকতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। বাংলাদেশি কর্মীদের কাতারে ফেরার বিষয়টি ত্বরান্বিত করতে মন্ত্রণালয় এবং দূতাবাসের প্রচেষ্টা অব্যাহত আছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

দূতাবাস জানায়, আটকে পড়া প্রবাসীদেরকে প্রয়োজনীয় তথ্যর জন্য দূতাবাসের যেসব নম্বর থেকে কল করা হবে সেসব নম্বরের শেষ চার ডিজিটগুলো হলো- ১৪৯৯, ৪৬২৮, ৯০৩৯, ০৮৯৪, ৪০৪৬, ৩১৫৬, ০৫০২, ৭৮২৩, ৪৭২৫, ৪৫২৭, ১০৫৬, ৪৯৫৭, ০৬৯১ ও ৬৯৩০।

এনআই/এইচকে