নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভায় তায়রুননেছা মেডিকেল সেন্টারের উদ্যোগে ফ্রি মেডিকেল চেকআপ ও বিনামূল্যে ওষুধ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (১৬ নভেম্বর) সকালে আয়োজিত এ মানবিক সেবামূলক কার্যক্রমে শত শত নিম্ন আয়ের ও সুবিধাবঞ্চিত মানুষ স্বাস্থ্য পরীক্ষা করাতে ভিড় জমান। 

স্বাস্থ্য পরীক্ষা, রোগ নির্ণয় এবং প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করতে দীর্ঘ সারিতে দাঁড়ান নানা বয়সি নারী-পুরুষ। চিকিৎসক দল একে একে সবার শারীরিক সমস্যা শুনে পরামর্শ দেন এবং প্রয়োজন অনুযায়ী ওষুধ সরবরাহ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু। 

প্রধান অতিথির বক্তব্যে দিপু ভুঁইয়া বলেন, মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমাদের সামাজিক দায়িত্ব। সুযোগ-সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমার রাজনীতির মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, সমাজের প্রত্যেক মানুষ যেন প্রাথমিক চিকিৎসা সেবার আওতায় আসে—তা নিশ্চিত করতে তার পক্ষ থেকে এমন উদ্যোগ চলমান থাকবে।

এ আয়োজনকে ঘিরে এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া দেখা যায়। অংশগ্রহণকারীরা জানান, নিয়মিত চিকিৎসার সুযোগ না পাওয়া নিম্ন আয়ের মানুষের জন্য এমন বিনামূল্যের স্বাস্থ্যসেবা কার্যক্রম এক বড় আশীর্বাদ। মানবিক এ আয়োজন সাধারণ মানুষের মধ্যে প্রশংসা কুড়িয়েছে এবং স্থানীয়ভাবে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে।

আয়োজকরা জানান, স্বাস্থ্যসেবার এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যাতে এলাকার আরও বেশি মানুষ সেবা পেতে পারেন।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী, চিকিৎসক ও স্বেচ্ছাসেবীরা অংশ নেন।

এআর/এমএন