‎রাজধানীর শ্যামপুরে ফ্লাইওভারের ওপর থেকে দুটি স্থানে ৩টি ককটেল নিক্ষেপের পর বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

‎রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় বিক্রমপুর প্লাজা ও সেতু মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শ্যামপুর থানাধীন ফ্লাইওভারের ওপর থেকে বিক্রমপুর প্লাজার সমানে দুটি ও সেতু মার্কেটের সামনে একটি ককটেলসহ মোট তিনটি ককটেল নিক্ষেপ করা হয়। পরে ককটেলগুলো বিস্ফোরণ হলে আশপাশে থাকা লোকজন ভয়ে ছুটাছুটি শুরু করেন। 

শ্যামপুর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ জানান, সন্ধ্যার পর শ্যামপুরের দুটি জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ককটেলগুলো ফ্লাইওভারের ওপর থেকে নিচে নিক্ষপ করা হয়। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা উপস্থিত আছেন।

এসএএ/এমএসএ