১৫ মাসে ২৬টি নতুন দল, কোন উদ্দেশ্যে
প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
বিজ্ঞাপন
১৫ মাসে ২৬টি নতুন দল, কোন উদ্দেশ্যে
রাজনৈতিক দলের নাম সমতা পার্টি। আত্মপ্রকাশ ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর। সেদিন ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে ৩০ জনের মতো লোক জড়ো হন। তাঁদের প্রায় সবার হাতে ছিল সমতা পার্টি লেখা পোস্টার।
বিজ্ঞাপন
নতুন দল করার দরকার হলো কেন—এই প্রশ্নে সমতা পার্টির নেতারা সেদিন বলেছিলেন, কোনো রাজনৈতিক দলই জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করে না, তাই...।
সমকাল
শর্ত ‘গোপন’ রেখেই টার্মিনাল দেওয়া হচ্ছে বিদেশিদের
চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ টার্মিনালগুলোতে বিদেশি অপারেটর নিয়োগ করতে যাচ্ছে সরকার। সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) কাঠামোর আওতায় বর্তমানে চালু থাকা এনসিটি ও নতুন তিনটি টার্মিনালে জিটুজি ভিত্তিতে বিদেশি অপারেটর নিয়োগের সব প্রক্রিয়া দ্রুত এগোচ্ছে। পতেঙ্গা টার্মিনাল এক বছর আগে থেকেই পরিচালনা করছে সৌদি আরবের প্রতিষ্ঠান।
প্রথম আলো
অস্বাভাবিক দ্রুততায় লালদিয়া পানগাঁও টার্মিনালের চুক্তি
চট্টগ্রাম বন্দরের লালদিয়া চরে টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য বন্দরের সঙ্গে ডেনমার্কের মালিকানাধীন এপিএম টার্মিনালসের দীর্ঘমেয়াদি চুক্তি হবে আজ সোমবার। ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এদিন সকালে এই চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে। অস্বাভাবিক দ্রুততায় এই দীর্ঘমেয়াদি চুক্তি করা নিয়ে এরই মধ্যে প্রশ্ন উঠেছে।
সমকাল
ক্ষতিপূরণের বদলে ঋণের বোঝা বাংলাদেশের কাঁধে
ব্রাজিলের বেলেম শহরে জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ৩০-এর সপ্তম দিন ছিল গতকাল রোববার। ব্যস্ততম এ দিনে ভিড়ের মধ্যে একটি মঞ্চে দাঁড়িয়ে বাংলাদেশি এক তরুণী হঠাৎ গান ধরলেন– ‘নদীর কূলের লাগি আমি কাঁন্দি, আমার লাগি কেউ কাঁন্দে না। বন্ধু রে, হায়, আমার লাগি কেও কাঁন্দে না।’
প্রথম আলো
দেশে প্রজনন হার হঠাৎ বাড়ছে
বাংলাদেশ কি উল্টো পথে হাঁটছে? দেশের নারীদের মোট প্রজনন হার বা টোটাল ফার্টিলিটি রেট (টিএফআর) এখন ২ দশমিক ৪। বাংলাদেশ অনেক চেষ্টা করে প্রজনন হার কমিয়ে ২ দশমিক ১৭ করতে পেরেছিল। এখন আবার তা বাড়তে শুরু করেছে। স্বাধীনতার পর ৫৪ বছরে এই উল্টো যাত্রা আগে কখনো দেখা যায়নি।
কালের কণ্ঠ
১৮ সীমান্ত দিয়ে ঢুকছে অবৈধ অস্ত্র
গুলি করে হত্যার ঘটনা ক্রমেই বাড়ছে। গত ১০ দিনে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চারটি হত্যার ঘটনা ঘটেছে। প্রতিটি ঘটনায় ব্যববহৃত হয়েছে আগ্নেয়াস্ত্র। এর মধ্যে গত ১১ নভেম্বর পুরান ঢাকায় প্রকাশ্যে গুলি করে সন্ত্রাসী তারেক সাইদ মামুনকে হত্যা এবং চট্টগ্রামে আরেক সন্ত্রাসী সরোয়ার হোসেন বাবলাকে হত্যার ঘটনা দেশজুড়ে আলোচনা সৃষ্টি করেছে।
দেশ রূপান্তর
নির্বাচন সামনে রেখে পুলিশে বড় রদবদল
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের ছয় জেলায় নতুন পুলিশ সুপারসহ (এসপি) পুলিশ প্রশাসনে বড় রদবদল করা হয়েছে। গতকাল রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পৃথক চারটি প্রজ্ঞাপনে ৩৮ জনকে বদলির আদেশ জারি করা হয়েছে। এর মধ্যে পুলিশ সদর দপ্তরের আলোচিত ডিআইজি কাজী মো. ফজলুল করিমকে (সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি) রেক্টর (অতিরিক্ত আইজিপি) পুলিশ স্টাফ কলেজে, শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. ইসরাইল হাওলাদারকে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার জিএমপি কমিশনার পদে পদায়ন করা হয়।
কালের কণ্ঠ
নাশকতার শঙ্কায় পর্যটন ব্যবসায় মন্দা
রাজনৈতিক অস্থিরতা ও সেই সঙ্গে সড়ক রেলপথ বাস ও বিভিন্ন প্রতিষ্ঠানে অগ্নিসন্ত্রাসসহ নানা সহিংসতার কারণে কক্সবাজার, চট্টগ্রাম ও খুলনা অঞ্চলে পর্যটন ব্যবসায় মন্দা চলছে। আগে থেকে বিভিন্ন পর্যটনকেন্দ্রে দফায় দফায় নিষেধাজ্ঞা ছিল। তাতে বছরের বিভিন্ন সময় পর্যটকরা পড়েছিলেন বিপদে। ব্যবসাও হয়নি তেমন।
বণিক বার্তা
দেশে ক্যান্সার আক্রান্তের ৮৭ শতাংশই রেডিওথেরাপি সুবিধার বাইরে
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের বাসিন্দা আফিয়া বেগম। ২০২৪ সালের শেষ দিকে ৪৪ বছর বয়সী এ নারীর দেহে ক্যান্সার ধরা পড়ে। কেমোথেরাপি ও অস্ত্রোপচার-পরবর্তী ধাপে প্রয়োজন হয় রেডিওথেরাপির। স্বল্প খরচে চিকিৎসার আশায় তিনি জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটে যান। কিন্তু এ সেবা পেতে সিরিয়াল দেয়া হয় চার মাস পর। অর্থাভাবে বেসরকারি প্রতিষ্ঠানে চিকিৎসা নেয়াও কঠিন। আবার এতদিন পর থেরাপি দেয়া হলে ক্যান্সার ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। আফিয়া বেগমের এ অভিজ্ঞতা দেশে ক্যান্সারের চিকিৎসা সংকটেরই প্রতিচ্ছবি বলে মনে করেন সংশ্লিষ্টরা।
আজকের পত্রিকা
গণভোটের প্রশ্ন ও সময় পরিবর্তনের চিন্তা নেই
রাজনৈতিক দলগুলোর বিপরীতমুখী অবস্থানের মধ্যে অন্তর্বর্তী সরকারই সিদ্ধান্ত নিয়ে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ জারি করেছে। রাজনৈতিক দলগুলো এই আদেশের সরাসরি বিরোধিতা না করলেও নিজ নিজ অবস্থান থেকে গণভোটের সময় ও প্রশ্নসহ কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তনের দাবি তুলেছে। তবে সরকার বলেছে, গণভোটের প্রশ্ন পরিবর্তন করার সম্ভাবনা আপাতত নেই। ভোটের সময় পরিবর্তনেরও চিন্তা নেই সরকারের।
সমকাল
প্রতি ১০ শিশুর ৪ জনের রক্তে উদ্বেগজনক মাত্রায় সিসা
দেশের শিশুদের স্বাস্থ্য ও সুরক্ষা নিয়ে নতুন এক উদ্বেগজনক চিত্র সামনে এনেছে ইউনিসেফ ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। প্রায় ৬৩ হাজার পরিবারের ওপর পরিচালিত নতুন জরিপে দেখা গেছে, দেশের প্রতি ১০ শিশুর মধ্যে চারজনের রক্তে নিরাপদ সীমার ওপরে সিসার উপস্থিতি রয়েছে।
যুগান্তর
পুলিশের নতুন পোশাকে কলঙ্ক ঘোচানোর চেষ্টা
জুলাই আন্দোলনে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে রক্ষায় বিতর্কিত ভূমিকা পালনকারী পুলিশবাহিনী পোশাক (ইউনিফর্ম) বদল করে কলঙ্ক ঘোচানোর চেষ্টা করছে। শনিবার থেকে সারা দেশের আটটি মহানগর ও বিশেষায়িত ইউনিটের সদস্যরা প্রাপ্যতার ভিত্তিতে লৌহ রঙের নতুন পোশাক পরে ডিউটি করছেন। ইতোমধ্যে সব মেট্রোপলিটন পুলিশ ও বিশেষায়িত ইউনিটকে নতুন কাপড় দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব পুলিশ সদস্য নতুন পোশাক পাবেন বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
বণিক বার্তা
দ্বিতীয়বার দরপত্র ও আলোচনার সুযোগ নেই ডিএমটিসিএলের
বিমানবন্দর-কমলাপুর ও নতুনবাজার-পূর্বাচলের মধ্যে নির্মিতব্য মেট্রোরেল (এমআরটি লাইন ১) প্রকল্পটির অনুমোদিত নির্মাণ ব্যয় ৫২ হাজার ৫৬১ কোটি টাকা। পাতাল ও উড়ালপথের সমন্বয়ে এ মেট্রো লাইন নির্মাণের জন্য ঠিকাদাররা যে সর্বনিম্ন দর প্রস্তাব করেছেন, তাতে প্রকল্পের ব্যয় বেড়ে প্রায় ৯৭ হাজার কোটি টাকায় উন্নীত হতে পারে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কর্মকর্তারা। ঠিকাদাররা কাজের জন্য বেশি দর প্রস্তাব করায় এ প্রকল্পের একাধিক প্যাকেজে দ্বিতীয়বার দরপত্র আহ্বানের জন্য ঋণদাতা জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থাকে (জাইকা) অনুরোধ করে আনুষ্ঠানিক চিঠি দিয়েছিল ডিএমটিসিএল। তবে জাইকা পুনরায় দরপত্র আহ্বানের অনুমতি দেয়নি। আবার জাইকার সঙ্গে হওয়া ঋণ চুক্তি অনুযায়ী, দর কমানোর জন্য ঠিকাদারদের সঙ্গে কোনো আলোচনাও করতে পারবে না ডিএমটিসিএল। এমন পরিস্থিতিতে প্রকল্পটির ব্যয় কমানোর কার্যত আর কোনো পথ ডিএমটিসিএলের হাতে নেই।