ভূমি মন্ত্রণালয়ের বার্ষিক প্রতিবেদন তৈরির জন্য কমিটি গঠন
ভূমি মন্ত্রণালয়ের ২০২০-২১ অর্থবছরের কার্যাবলী সম্পর্কিত বার্ষিক প্রতিবেদন তৈরির জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। ১০ সদস্যের এই কমিটি গঠন করতে সম্প্রতি ভূমি মন্ত্রণালয় থেকে অফিস আদেশ জারি করা হয়েছে।
মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (মাঠ প্রশাসন ও উন্নয়ন) সভাপতি এবং জনসংযোগ কর্মকর্তাকে সদস্য সচিব করে এ কমিটি গঠন করা হয়েছে।
বিজ্ঞাপন
কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- যুগ্নসচিব (প্রশাসন), যুগ্নসচিব (আইন-১), উপসচিব (সায়রাত), উপসচিব (ভূমিসেবা ডিজিটালাইজেশন মনিটরিং সেল), উপসচিব (খাসজমি), উপসচিব (এপিএ), উপসচিব (প্রশাসন), সচিবের একান্ত সচিব (উপসচিব)।
কমিটির কার্যপরিধিতে বলা হয়, কমিটি আগামী দুই মাসের মধ্যে প্রতিবেদন তৈরি করে দাখিল করবে। কমিটি প্রয়োজনে আরও সদস্য কো-অপ্ট করতে পারবে। আইসিটি সেল কমিটিকে (সদস্য সচিবকে) প্রয়োজনীয় সহযোগিতা দেবে।
বিজ্ঞাপন
এসএইচআর/জেডএস