প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।

প্রথম আলো

অনুশোচনা নেই শেখ হাসিনার

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যেসব অপরাধ বিবেচনায় নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, তার একটি ছিল উসকানিমূলক বক্তব্য দেওয়া। জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পরও ঘৃণা বা বিদ্বেষপূর্ণ (হেইট স্পিচ) বক্তব্য দিয়ে যাচ্ছেন শেখ হাসিনা, রায় ঘোষণার সময় এটি স্পষ্টভাবে উল্লেখ করেছেন ট্রাইব্যুনাল। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি অবজ্ঞাসূচক বা তাচ্ছিল্যপূর্ণ বক্তব্য দিচ্ছেন, এটিও ঘোষিত রায়ে বলা হয়েছে।

বণিক বার্তা

পৌনে ১২ লাখ টনে নেমেছে মজুদ, ৩ লাখ টন চাল আমদানির উদ্যোগ

চাল, গম ও ধান মিলিয়ে বর্তমানে সরকারের কাছে খাদ্যশস্য মজুদ রয়েছে ১৩ লাখ টনের কিছু বেশি। এর মধ্যে পৌনে ১২ লাখ টনই হচ্ছে চাল। সাড়ে তিন মাস আগেও খাদ্যশস্যের সরকারি মজুদ ২১ লাখ টনের বেশি ছিল। এ অবস্থায় মজুদ বাড়াতে সরকার আন্তর্জাতিক বাজার থেকে আরো তিন লাখ টন চাল আমদানির উদ্যোগ নিয়েছে। মূলত বাজারে চালের দাম সহনীয় রাখার পাশাপাশি খাদ্যবান্ধব কর্মসূচির জন্য প্রয়োজনীয় মজুদ নিশ্চিত রাখতে চাইছে সরকার। অবশ্য বিশ্লেষকরা বলছেন বর্তমানে আমনের মৌসুম চলছে এবং বাজারে শিগগিরই নতুন চাল চলে আসবে। এ অবস্থায় চাল আমদানির তেমন প্রয়োজন নেই, বরং স্থানীয় পর্যায়ে সরাসরি কৃষকদের কাছ থেকে সংগ্রহ বাড়ানোর দিকে নজর দিতে হবে।

সমকাল

শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে আইনি পদক্ষেপে বাংলাদেশ

জুলাই অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধ সংঘটনের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ভারত থেকে ফিরিয়ে আনতে আইনি পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ। ঢাকা ও দিল্লির মধ্যকার প্রত্যর্পণ চুক্তির আওতায় তাদের ফেরত আনতে চিঠি প্রস্তুত করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলেও নোটিশ পাঠানোর প্রস্তুতি চলছে।

প্রথম আলো

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে আপিলের রায় হলে কী হতে পারে

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতের লক্ষ্যে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে প্রায় তিন দশক আগে সংবিধানে যুক্ত হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা। এরপর তিনটি নির্বাচন হয়েছিল নির্দলীয় এই সরকারের অধীন। এক যুগ আগে সর্বোচ্চ আদালত ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে। এরপর সংবিধানের পঞ্চদশ সংশোধনে বাদ পড়ে নির্বাচনকালীন এই সরকারব্যবস্থা। এরপর যে তিনটি নির্বাচন হয়, তার সব কটিই পড়ে বিতর্কে। পর্যবেক্ষকরা বলছেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপই দেশে রাজনৈতিক সংকট নিয়ে এসেছে।

বণিক বার্তা

অক্টোবরে সড়কে মৃত্যুর ৫০ শতাংশই মোটরসাইকেল ও থ্রি-হুইলারে

সারা দেশে বিগত অক্টোবরে সড়ক দুর্ঘটনায় ৪২৩ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ২১১ জন নিহত হয়েছেন মোটরসাইকেল এবং ভ্যান, ইজিবাইক, ব্যাটারিচালিত রিকশা ও সিএনজি অটোরিকশার মতো থ্রি-হুইলার জাতীয় মোটরযান দুর্ঘটনায়। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মাসিক সড়ক দুর্ঘটনা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুগান্তর

আ.লীগের ভবিষ্যৎ কোনদিকে

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের পর দলটির ভবিষ্যৎ রাজনীতি কী হবে-দেশের রাজনীতিতে এখন এ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। দলটির সমর্থকদের পাশাপাশি সুধী সমাজের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে, আওয়ামী লীগের ভবিষ্যৎ কি? দলটি কি টিকে থাকবে? থাকলে কার নেতৃত্বে টিকে থাকবে সে প্রশ্নও সামনে আসতে শুরু করেছে। বলা হচ্ছে, শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু ঘটেছে। কারণ শেখ হাসিনার মৃত্যুদণ্ডের বিষয়টি নিয়ে আওয়ামী লীগ যাই বলুক না কেন, এটাই এখন বাস্তবতা।

সমকাল

ঠিকাদার-প্রকৌশলী যোগসাজশ বিল পকেটে, কাজ বন্ধ

স্কুল-কলেজের একতলা ভবন নির্মাণে সময় বেঁধে দেওয়া হয়েছিল ৯ মাস। তবে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) আওতায় বিভিন্ন স্কুল-মাদ্রাসার এসব ভবনের নির্মাণকাজ চার বছরেও শেষ হয়নি। ভবনের বড় অংশের কাজ ফেলে রাখা হলেও বিলের ৮৫ থেকে ৯০ শতাংশ তুলে নিয়েছেন সংশ্লিষ্ট ঠিকাদাররা। নিম্নমানের কাজ, অর্ধসমাপ্ত ভবন ও অতিরিক্ত বিল– সব মিলিয়ে ঠিকাদার ও প্রকৌশলীর যোগসাজশে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

প্রথম আলো

জোটবদ্ধ নির্বাচনে প্রতীক নিয়ে বেকায়দায় বিএনপি

যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে জোটবদ্ধ নির্বাচন করার ক্ষেত্রে প্রতীকের বিধান নিয়ে কিছুটা বেকায়দায় পড়েছে বিএনপি। আরপিওর সংশোধনীর কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। এর ফলে জোট করলেও দলগুলোকে নিজস্ব প্রতীকে ভোট করতে হবে; যা জোটবদ্ধ ছোট দলগুলোর জয়ের সম্ভাবনাকে ঝুঁকিতে ফেলেছে বলে মনে করছে বিএনপি। এ নিয়ে দলটির মিত্র নিবন্ধিত ছোট দলগুলোর মধ্যেও উদ্বেগ কাজ করছে বলে জানা গেছে।

সমকাল

২০ শ্রমিকের সম্মতিতেই ট্রেড ইউনিয়ন

শিল্পকারখানার ট্রেড ইউনিয়ন গঠনের ক্ষেত্রে ন্যূনতম ২০ শ্রমিকের সম্মতির শর্ত রেখে গত সোমবার সংশোধিত শ্রম আইন অধ্যাদেশের গেজেট জারি করেছে সরকার। এর আগে গত ২৩ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে বাংলাদেশ শ্রম (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ অনুমোদন দেওয়া হয়। ওই দিন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল দাবি করেছিলেন, অধ্যাদেশটি আন্তর্জাতিক মানের। 

কালের কণ্ঠ

বিদেশিদের কবজায় বন্দর!

দেশের বন্দরগুলো বাংলাদেশের অর্থনীতির রক্তপ্রবাহ হিসেবে পরিচিত। গত কয়েক দশকে অর্থনীতির যে উত্থান ও প্রসার, তার নেপথ্যে বড় ভূমিকা রাখছে চট্টগ্রামসহ বিভিন্ন বন্দর। রাজস্ব আয়, পণ্যের অবাধ চলাচল আর সহনীয় ফি ও মাশুলের কারণে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের কাছে বন্দরের গুরুত্ব বাড়লেও এখন এমনভাবে তা বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে যে, সামনে বন্দরই হতে পারে অর্থনীতির গলার কাটা। গোপন চুক্তির মাধ্যমে চট্টগ্রামসহ কয়েকটি বন্দরের সাতটির মধ্যে পাঁচটি টার্মিনালই তুলে দেওয়া হয়েছে বিদেশিদের হাতে।

সমকাল

প্রত্যর্পণ চুক্তিতে কী আছে, শেখ হাসিনাকে হস্তান্তরে ভারত কতটা বাধ্য

বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দি হস্তান্তরের আলোচিত ঘটনাটি ২০১৫ সালের। প্রায় ২৪ ঘণ্টার ব্যবধানে হস্তান্তর করা হয় অনুপ চেটিয়া ও নূর হোসেনকে। দুটি ঘটনাই ঘটে ঢাকা-নয়াদিল্লির মধ্যে প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরের আড়াই বছর পর। বন্দি বিনিময় সহজ করতে যে চুক্তিটি হয় ২০১৩ সালের ২৮ জানুয়ারি। 

কালের কণ্ঠ

শিক্ষায় পদোন্নতিতে ঘোর অসন্তোষ

অন্তর্বর্তী সরকারের প্রায় দেড় বছরেও পদোন্নতি পাননি শিক্ষা ক্যাডারের বঞ্চিত সদস্যরা। এতে তাঁদের মধ্যে ঘোর অসন্তোষ বিরাজ করছে। সাবেক ফ্যাসিস্ট সরকারের আমলে তাঁরা পদোন্নতিবঞ্চিত হন। প্রভাষক পদে পাঁচ বছর চাকরির পর সহকারী অধ্যাপক পদে তাঁদের পদোন্নতি পাওয়ার কথা, কিন্তু বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৩২তম বিসিএসের অনেক কর্মকর্তা এক যুগ পরও পদোন্নতি পাননি।

প্রথম আলো

৩ বছর পরপর বাড়বে শ্রমিকের মজুরি

তৈরি পোশাক, ট্যানারি, ওষুধসহ বিভিন্ন খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরিকাঠামো এত দিন পাঁচ বছর পরপর নির্ধারণ হতো। এখন থেকে মজুরিকাঠামো তিন বছর অন্তর পুনর্নির্ধারণ করতে হবে। সে ক্ষেত্রে তিন বছর পরপর বিভিন্ন শিল্প খাতের শ্রমিকের মজুরি বাড়বে। সংশোধিত শ্রম আইনে এমন বিধান রাখা হয়েছে।

বণিক বার্তা

রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কার্যক্রম সীমিত হয়ে এলেও নেই সংস্কারের উদ্যোগ

গত দেড় দশকে ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের শাসনামলের অনিয়ম-দুর্নীতিতে বিপর্যস্ত ব্যাংকগুলোর একটি জনতা ব্যাংক পিএলসি। রাষ্ট্রায়ত্ত এ ব্যাংকের বিতরণকৃত ঋণের তিন-চতুর্থাংশেরও বেশি এখন খেলাপি। নগদ অর্থের তীব্র সংকটে থাকা এ ব্যাংক কেবল গত বছরই ৩ হাজার কোটি টাকার বেশি নিট লোকসান গুনেছে। ঋণ দেয়ার মতো অবস্থা না থাকায় ব্যাংকটির ১৪ হাজারের বেশি কর্মীর এখন তেমন কোনো কাজ নেই। কর্মীদের কেউ কেউ কেবল দৈনন্দিন লেনদেন ও আমানত সংগ্রহে কাজ করলেও তাদের অনেকে প্রায় অলস সময় কাটাচ্ছেন।

আজকের পত্রিকা

শেখ হাসিনাকে ফেরত আনা: ভারত এখন চাপে পড়বে

জুলাই গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন থেকে তাঁকে ফেরত দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে। তবে বিষয়টি খুব বেশি আমল দেয়নি ভারত। কিন্তু শেখ হাসিনা এখন মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত। ফলে বাংলাদেশ এখন তাঁকে আরও জোর দিয়ে চাইতে পারবে। তার ওপর দুই দেশের মধ্যে বন্দিবিনিময় চুক্তি থাকায় শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে চাপে পড়বে ভারত।

ডয়চে ভেলে

চট্টগ্রাম বন্দরের দুই টার্মিনাল বিদেশিদের হাতে, চলছে বিতর্ক

ডেনমার্কের একটি কোম্পানি চট্টগ্রামের লালদিয়ার চরে একটি নতুন টার্মিনাল নির্মাণ করে সেটি পরিচালনা করবে৷ আর সুইজারল্যান্ডের একটি কোম্পানি চট্টগ্রাম বন্দরের মালিকানাধীন পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেয়েছে৷ এই টার্মিনালটি ঢাকার অদূরে কেরানীগঞ্জে অবস্থিত৷

চুক্তি অনুসারে, লালদিয়া কনটেইনার টার্মিনাল নির্মাণ এবং ৩০ বছরের জন্য পরিচালনার দায়িত্ব পেয়েছে ডেনমার্কের এপি মোলার ম্যার্স্ক গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস৷ সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) আওতায় এ টার্মিনাল নির্মাণের জন্য কোম্পানিটি ৫৫ কোটি ডলার বা প্রায় ছয় হাজার ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে৷ চুক্তি সইয়ের পরপরই ২৫০ কোটি টাকা ‘সাইনিং মানি’ পেয়েছে বাংলাদেশ৷

বিবিসি বাংলা

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাংলাদেশের রাজনীতিতে কী প্রভাব ফেলবে?

মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে ঘিরে দেশটির রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা ধরনের জল্পনা-কল্পনা।

বাংলাদেশের রাজনীতিতে এই রায়ের কী প্রভাব পড়তে পারে, তা নিয়ে নানা হিসাব-নিকাশও চলছে।

কালবেলা

মাতারবাড়ীর বয়লারে ছাই, ক্ষতি ১১৬৯ কোটি টাকা

দেশের অন্যতম বড় জ্বালানি প্রকল্প মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র। সম্প্রতি বিদ্যুৎকেন্দ্রটিতে বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয় দেখা দিয়েছে। কেন্দ্রটির বয়লারে ছাই জমে বিদ্যুৎ উৎপাদন অর্ধেকে নেমে এসেছে। এর ফলে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে। উৎপাদন অর্ধেকে নেমে আসায় এরই মধ্যে ক্ষতি হয়েছে ১ হাজার ১৬৯ কোটি টাকার বেশি। এ যান্ত্রিক ত্রুটি এবং আর্থিক ক্ষতির দায় নিয়ে শুরু হয়েছে রশি টানাটানি। দায় নিতে চাচ্ছে না কোনো পক্ষই।

চলতি বছরের শুরু থেকেই মাতারবাড়ী কেন্দ্রের বয়লারে ছাই জমা এবং উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে। বিদ্যুৎ বিভাগের তথ্যানুযায়ী, কেন্দ্রটিতে ন্যূনতম ৯০ শতাংশ বিদ্যুৎ উৎপাদন হওয়ার কথা। কিন্তু চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত দুটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন হয়েছে গড়ে মাত্র ৫০ শতাংশ। ফলে ঘণ্টাপ্রতি মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষতি হয়েছে ৪৮ লাখ ৪০ হাজার মেগাওয়াট, যার ক্যাপাসিটি পেমেন্ট বাবদ ক্ষতি হয়েছে প্রায় ৯৫ দশমিক ৮ মিলিয়ন ডলার বা ১ হাজার ১৬৯ কোটি টাকা।