রামপুরায় বাসায় ঝুলছিল এসি মিস্ত্রির মরদেহ
রাজধানীর পশ্চিম রামপুরার ওমর আলী লেনের একটি বাসায় মো. হাবিব মিজি (২৫) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি এসির মিস্ত্রি হিসেবে কাজ করতেন।
বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
মৃত হাবিব চাঁদপুরের মতলব উত্তর থানার মোহনপুর গ্রামের মো. বাদশা মিজির ছেলে। বর্তমানে রামপুরার ওমর আলী লেনের ৫২/এ নম্বর বাসায় ভাড়া থাকতেন।
নিহতের মামা মো. ইয়াসিন প্রধান বলেন, আমার ভাগনে বেশ কিছুদিন ধরে অসুস্থ হয়ে বাসায় ছিল। তার স্ত্রী একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করতেন। সকালে তার স্ত্রী গার্মেন্টসের কাজে বেরিয়ে যায়। এরপর বাসায় এসে অনেক ডাকাডাকি করলেও দরজা না খোলায় দরজার ফাঁক দিয়ে দেখে নিজের রুমে সিলিং ফ্যানের হুকের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ঝুলে আছে। পরে দ্রুত তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান, আমার ভাগনে আর বেঁচে নেই।
বিজ্ঞাপন
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।
এসএএ/এমএসএ