পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী ৪২ পরিবারকে সরিয়ে দিয়েছে প্রশাসন
ঝুঁকি নিয়ে বসবাসকারীদের সরিয়ে দিতে চট্টগ্রাম নগরীর আমবাগান এলাকার একে খান পাহাড়ে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।
বুধবার (২৩ জুন) চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আফরোজের নেতৃত্বে অভিযান পরিচলনা করা হয়। এসময় পাহাড়ে অবৈধভাবে ঝুঁকি নিয়ে বসবাসকারী ৪২টি পরিবারকে সরিয়ে দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আফরোজ বলেন, পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাসকারীদের সরিয়ে দিতে জেলা প্রশাসনের চলমান অভিযানের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। বর্ষায় পাহাড় ধসে প্রাণহানির আশংকায় ঝুঁকি নিয়ে বসবাসকারীদের সরিয়ে দেওয়া হচ্ছে। এই পাহাড়টিতে অবৈধভাবে ঝুঁকিপূর্ণভাবে ৪৭টি পরিবার বাস করত, তাদেরকে উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ করার আগে এখান থেকে চলে যাওয়ার জন্য মাইকিং করা হয়েছিল। ঝুঁকিপূর্ণ পাহাড়ে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
জেলা প্রশাসনের কর্মকর্তারা বলছেন, এটি ব্যক্তি মালিকানাধীন হওয়ায় উচ্ছেদ অভিযান শেষে একে খান গ্রুপকে বুঝিয়ে দেওয়া হয়েছে। কেউ যাতে সেখানে আবার বসতি গড়ে তুলতে না পারে সেই বিষয়টি তারা দেখাশোনা করবে বলেও জানায় জেলা প্রশাসন।
অভিযানে পুলিশ, বিদ্যুৎ ও পরিবেশসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে গত সপ্তাহে চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডের দুই পাশে পাহাড়ে অভিযান চালিয়ে অবৈধভাবে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী প্রায় চারশটি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এছাড়া চট্টগ্রামের সরকারি-বেসরকারি ১৭টি পাহাড়ে কয়েক হাজার পরিবার ঝুঁকি নিয়ে বসবাস করছে।
কেএম/জেডএস