ফটিকছড়িতে প্রথম দিনে চলছে ঢিলেঢালা লকডাউন
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় চট্টগ্রামের ফটিকছড়িতে বুধবার (২৩ জুন) সকাল থেকে শুরু হয়েছে লকডাউন। আগামী ৩০ জুন পর্যন্ত এই লকডাউন চলমান থাকবে। প্রথমদিনের লকডাউন অনেকটা ঢিলেঢালা। লকডাউন কার্যকরে মাঠে কাজ করছে উপজেলা প্রশাসন।
বুধবার ফটিকছড়ি উপজেলার সদর ও খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কের পাশে দোকানপাট বন্ধ দেখা গেছে। তবে বিভিন্ন ইউনিয়নে দোকানপাট খোলা রেখেই বেচাকেনা চলছে। এছাড়া ফটিকছড়ির বিভিন্ন সড়কে সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে। বিভিন্ন অজুহাতে মানুষ ঘর থেকে বের হয়ে যাতায়াত করছেন। এছাড়া অনেককেই মাস্ক ছাড়া চলাফেরা করতে দেখা গেছে।
বিজ্ঞাপন
ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার সায়েদুল আরেফিন ঢাকা পোস্টকে বলেন, মানুষকে সচেতন করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। এছাড়া লকডাউন কার্যকরের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়েছে। পুলিশও টহল দিচ্ছে। সবকিছুই মোটামোটি বন্ধ আছে। অভিযান চালিয়ে সর্তক করার পাশাপাশি জরিমানাও করা হয়েছে। যেহেতু এ উপজেলার মধ্যদিয়ে আন্তঃজেলা সড়ক রয়েছে তাই যান চলাচল পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না।
তিনি আরও বলেন, প্রথমদিন হওয়াতে অনেকেই লকডাউনের ব্যাপারে জানেন না। মঙ্গলবার (২২ জুন) লকডাউনের ঘোষণা দেওয়া হয়েছে। মানুষের জানতে একটু সময় লাগছে। তারপরও লকডাউন কার্যকরে আমাদের টিম মাঠে কাজ করছে।
বিজ্ঞাপন
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বৃহস্পতিবার (২৪ জুন) থেকে প্রশাসন আরও কঠোর হবে। যারা নির্দেশনা অমান্য করবে তাদের আইনের আওতায় আনা হবে।
মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম জেলা প্রশাসনের কার্যালয়ে করোনাভাইরাস সংক্রান্ত প্রতিরোধ কমিটির সভায় করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ২৩ জুন থেকে ৩০ জুন পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে। লকডাউন বুধবার সকাল ৬টা থেকে শুরু হয়ে ৩০ তারিখ রাত ১২টা পর্যন্ত কার্যকর থাকবে।
সভায় বলা হয়েছিল, ‘লকডাউনের সময় ফটিকছড়ির অভ্যন্তরে চলাচলকারী গাড়ি হাইওয়ে সড়কে উঠতে পারবে না। উপজেলার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের কাঁচাবাজার সকাল ৭টা থেকে বেলা ১১টা ও বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত খোলা থাকবে। ওষুধের দোকান সবসময় খোলা থাকবে। এছাড়া সব দোকানপাট, হোটেল ও রেস্টুরেন্টসহ জনসমাগম হয় এ ধরনের সব স্থাপনা বন্ধ থাকবে। উপজেলায় সবন ধরনের সভা-সমাবেশ ও জনসমাগম বন্ধ থাকবে। মসজিদে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করতে হবে ও প্রবেশমুখে হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে।
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২২ জন। আর চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়েছেন ২৩৬ জন।
কেএম/ওএফ