বাংলাদেশে উদযাপিত হলো তিমুর-লেস্তের স্বাধীনতার ঘোষণার ৫০ বছর
তিমুর-লেস্তের স্বাধীনতার ঘোষণার ৫০ বছর পূর্তি উপলক্ষে এক সংবর্ধনার আয়োজন করা হয়।
শুক্রবার (২৮ নভেম্বর) রাজধানীর হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে হওয়া অনুষ্ঠানটির আয়োজক ছিলেন বাংলাদেশে তিমুর–লেস্তের কনসাল ইঞ্জিনিয়ার কুতুবউদ্দিন আহমেদ।
বিজ্ঞাপন
কূটনীতিক, সরকারি কর্মকর্তা, জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, শিক্ষাবিদ, ব্যবসায়ী এবং দুই দেশের বন্ধুসুলভ প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজনটি পরিণত হয় দ্বিপাক্ষিক বন্ধুত্বের এক উষ্ণ মিলনমেলায়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি তিমুর-লেস্তের জনগণের ঐতিহাসিক সংগ্রাম, দৃঢ়তা ও গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রশংসা করেন। একই সঙ্গে দক্ষিণ এশিয়া, বিশেষ করে বাংলাদেশের সঙ্গে দেশটির ক্রমবর্ধমান সম্পর্কের কথাও উল্লেখ করেন তিনি।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তিমুর-লেস্তে সরকারের দুই শীর্ষ কর্মকর্তা— অ্যাম্বাসেডর জর্জে কেমোয়েনস, মহাপরিচালক (পররাষ্ট্র ও সহযোগিতা মন্ত্রণালয়) এবং ইমানুয়েল টিলম্যান, পরিচালক (পররাষ্ট্র ও সহযোগিতা মন্ত্রণালয়)। তারা বাংলাদেশে শান্তিরক্ষা কার্যক্রম, সক্ষমতা বৃদ্ধি, সুশাসন ও কূটনৈতিক সহযোগিতায় দীর্ঘদিনের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান।
অতিথিদের স্বাগত জানিয়ে কনসাল ইঞ্জিনিয়ার কুতুবউদ্দিন আহমেদ বলেন, তিমুর–লেস্তের স্বাধীনতার ঘোষণার ৫০ বছর শুধু উৎসব নয়; বরং বাংলাদেশ ও তিমুর-লেস্তের সম্পর্ক আরও গভীর করার একটি সুযোগ।
তিনি উল্লেখ করেন, আসিয়ানের ১১তম সদস্য রাষ্ট্র হিসেবে তিমুর-লেস্তের সাম্প্রতিক যোগদান দুই দেশের সহযোগিতার নতুন দ্বার খুলে দিয়েছে।
সংবর্ধনার শেষে সাংস্কৃতিক পরিবেশনা ও মতবিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতার বার্তাই ছিল আয়োজনটির মূল প্রতিফলন।
বিআরইউ