রাজধানীর ডেমরায় দুই দেয়ালের মাঝে পা পিছলে পড়ে মিজান (৪৫) নামে এক সিকিউরিটি গার্ডের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুন) বেলা পৌনে ৩টার দিকে ডেমরা নিউ টাউন আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

পা পিছলে পড়ে আঘাত পান মিজান। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে সোয়া ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার সহকর্মী মনজুর ইসলাম ঢাকা পোস্টকে বলেন, নিউ টাউন আবাসিক এলাকার ১২ তলা একটি ভবনে সিকিউরিটি গার্ডের চাকরি করতেন মিজান। বৃষ্টিতে দুই দেয়ালের মাঝে পানি জমে ছিল। সেখান দিয়ে যাওয়ার সময় পা পিছলে পড়ে তিনি আহত হন। হাসপাতালে আনার পথে মিজান আমাদের সঙ্গে কথাও বলেছেন। কিন্তু জরুরি বিভাগে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিজানের বাবার নাম মৃত সাহাব উদ্দিন বলে তিনি জানান।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মিজানের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আমরা ডেমরা থানাকে জানিয়েছি।

এসএএ/এমএইচএস