ব্যক্তি নয়, সিস্টেমই প্রশাসনের চালিকাশক্তি হতে হবে : চট্টগ্রামের ডিসি
চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, ব্যক্তি নয়, বরং সিস্টেমকেই রাষ্ট্র ও প্রশাসনের চালিকাশক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। মানুষের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা, দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা এবং একটি মানবিক সমাজ বিনির্মাণই প্রশাসনিক সংস্কারের মূল লক্ষ্য হওয়া উচিত।
সোমবার (৮ ডিসেম্বর) চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। পটিয়া ও চন্দনাইশ উপজেলা পরিদর্শনকালে দিনব্যাপী সফরের অংশ হিসেবে এই সভা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
জেলা প্রশাসক বলেন, আমরা এমন একটি প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে নিয়ম ও কাঠামো তার নিজস্ব গতিতে চলবে, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়। প্রত্যেক কর্মকর্তা এই পরিবর্তনের অংশীদার হবেন এবং সেই পরিবর্তন হতে হবে ইতিবাচক।
তিনি বলেন, এই পরিবর্তনের চূড়ান্ত লক্ষ্য হলো সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনা এবং জনসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।
বিজ্ঞাপন
দুর্নীতি ও মূল্যবোধের প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, মানবতা ও বিবেকবোধ ছাড়া কেবল পরিচয় বা পদমর্যাদা দিয়ে একটি উন্নত সমাজ গড়ে তোলা যায় না। মানুষের মধ্যে যদি মানবিকতা না থাকে, তাহলে তাকে ‘আশরাফুল মাখলুকাত’ বলা হলেও তার প্রকৃত মূল্য থাকে না বলেও মন্তব্য করেন তিনি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। এ লক্ষ্যে মাঠপর্যায়ের প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থানে থেকে সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিরপেক্ষতার পরিচয় দিতে হবে। কোনো ধরনের অনিয়ম বা অবহেলা সহ্য করা হবে না বলেও তিনি সতর্ক করেন।
সভায় উপজেলা পর্যায়ের উন্নয়ন কর্মকাণ্ড, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে চলমান ও পরিকল্পিত প্রকল্প বাস্তবায়ন এবং সরকারি দপ্তরে আগত সেবা প্রত্যাশীদের প্রতি আন্তরিক আচরণ নিশ্চিত করার ওপর বিশেষ জোর দেন জেলা প্রশাসক।
তিনি বলেন, জনগণের সেবা করাই প্রশাসনের মূল দায়িত্ব। প্রতিটি দপ্তরে যেন মানুষ সম্মান, সহমর্মিতা ও দ্রুত সেবা পায়—সে বিষয়টি নিশ্চিত করতেই কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
মতবিনিময় সভায় চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন। একই সফরে জেলা প্রশাসক পটিয়া উপজেলা পরিদর্শন করেন এবং সেখানেও কর্মকর্তাদের সঙ্গে অনুরূপ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এমআর/এমএন