রাজধানীতে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
রাজধানীতে পৃথক অভিযানে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের গুলশান বিভাগ।
গ্রেপ্তাররা হলেন মো. রফিক (৬৩), মোসা. শামসুন্নাহার মুন্নি (৪০) ও রাসনা আক্তার (৪২)।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৯ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
মুহাম্মদ তালেবুর রহমান বলেন, সোমবার (৮ ডিসেম্বর) রাত ১১টায় মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রফিককে গ্রেপ্তার করেছে ডিবি গুলশান বিভাগের একটি অভিযানিক দল।
বিজ্ঞাপন
অপরদিকে, রাত আনুমানিক ১২টা ৫ মিনিটের দিকে দারুস সালাম থানাধীন গাবতলী এলাকায় অভিযান পরিচালনা করে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মোসা. শামসুন্নাহার মুন্নিকে গ্রেপ্তার করে ডিবি গুলশান বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।
পরে রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে কল্যাণপুর, দারুস সালাম থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ রাসনা আক্তারকে গ্রেপ্তার করে ডিবি গুলশানের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
তিনি আরও বলেন, গ্রেপ্তাররা মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তার ইয়াবা বিক্রির উদ্দেশে তাদের হেফাজতে রেখেছিল মর্মে প্রাথমিক তদন্তে জানা যায়।
এমএসি/এমএন