প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।

প্রথম আলো

বিএনপি নির্বাচনে বেশি আসন জিতবে, মত ৬৬% মানুষের

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি আসনে বিএনপি জয়ী হবে বলে মনে করেন দেশের বেশির ভাগ মানুষ। মানুষের পছন্দের তালিকায় দ্বিতীয় দল হচ্ছে জামায়াতে ইসলামী। অন্যদিকে অর্ধেকের বেশি মানুষ মনে করেন, বিএনপি জয়ী হলে দেশের ভালো হবে। আর প্রায় এক-তৃতীয়াংশ মানুষ মনে করেন, জামায়াতে ইসলামী জিতলে দেশের ভালো হবে।

কালবেলা

অরক্ষিত বাগইলের আদি নিদর্শন!

আধিপত্য আর বিশ্ব শাসনের ধারাবাহিকতায় আছে বহু উত্থানপতন, ভাঙাগড়া, অবশেষে বিলীনের গল্প! তবে দীর্ঘ সময় ধরে চলা বিশাল বিশাল সভ্যতা-সাম্রাজ্যের গল্পে বিবর্তন, পরিবর্তন বা রূপান্তর নানা দিক থেকে আমাদের অস্তিত্বের সাক্ষ্যই দেয়। তাই তো প্রাচীন কোনো নিদর্শনের ধ্বংসাবশেষ রক্ষার দায়ও বর্তমানের সমান! কিন্তু বর্তমান বগুড়া জেলার করতোয়া নদীর তীরে, হাজার বছরের প্রাচীন জনপদ ‘পুণ্ড্রনগরী’র ধ্বংসাবশেষটুকুও পড়ে গেছে অযত্নে! প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে থাকা প্রাচীন দুর্গ-প্রাসাদের স্মৃতিচিহ্ন রক্ষায় সঠিক তদারকির পাশাপাশি নেই কোনো সীমানা প্রাচীর বা বেড়া। ফলে মাটি খুঁড়ে দুর্গের পাতলা ইটগুলো তুলে নিজেদের কাজে ব্যবহার করছে স্থানীয়রা!

বণিক বার্তা

পূর্বাঞ্চল রেলের ভাড়া বাড়ছে ২০ ডিসেম্বর থেকে

নতুন নির্মিত সেতুতে এক্সট্রা ডিসট্যান্স অব পন্টেজ চার্জ (অতিরিক্ত মাশুল) আরোপ করে বিনিয়োগের অর্থ তুলছে বাংলাদেশ রেলওয়ে। এবার পুরনো সেতু, কালভার্টেও পন্টেজ চার্জ আরোপ করেছে সংস্থাটি। ১১টি সেতুতে নিয়মিতভাবে এ চার্জ কার্যকরের ফলে ২০ ডিসেম্বর থেকে সব যাত্রীবাহী ট্রেনের ভাড়া বাড়াচ্ছে রেলওয়ে পূর্বাঞ্চল কর্তৃপক্ষ। এতে সর্বোচ্চ ভাড়া বাড়ছে ২০০ টাকারও বেশি। রেলপথ মন্ত্রণালয়ের অনুমোদনের পর গতকাল পূর্বাঞ্চল রেলের বাণিজ্যিক বিভাগ থেকে নতুন ভাড়া কার্যকরের বিষয়টি অনুমোদিত হয়েছে। ২০ ডিসেম্বর থেকে টিকিট ক্রয়ে বাড়তি ভাড়া গুনতে হবে যাত্রীদের।

সমকাল

হ্যান্ডকাফ-শেকল পরিয়ে আরও ৩১ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছে আরও ৩১ বাংলাদেশিকে। সোমবার সন্ধ্যা ৭টায় যুক্তরাষ্ট্রের একটি বিশেষ সামরিক ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারা পৌঁছান। তবে তাদেরকে হ্যান্ডকাফ ও শরীরে শেকল পরিয়ে ফেরত পাঠানো হয়। এর আগে চলতি বছর আরও ২২৬ বাংলাদেশিকে ফেরত পাঠায় মার্কিন যুক্তরাষ্ট্র প্রশাসন। 

যুগান্তর

দাবার ঘুঁটি ইন্দো-প্যাসিফিক

ইন্দো-প্যাসিফিক বা ভারত-প্রশান্তমহাসাগীয় অঞ্চলের অন্যতম অংশীদার বাংলাদেশ। বিশ্বের অন্যতম দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও চীন এই অঞ্চলে তাদের আধিপত্য চায়। একই অঞ্চলের অংশীদার হিসাবে ভারতের চাওয়াও কম নয়। তিন দেশেরই বাংলাদেশের কাছে নানা চাওয়া আছে। তবে ঘুরেফিরে ভারত-প্রশান্তমহাসাগীয় অঞ্চলে কার কতটুকু অধিপত্য প্রতিষ্ঠিত হবে, কে কতটুকু সুবিধা পাবে-তা নিয়েই সম্পর্কের পারদ ওঠানামা করছে এখন। দেশের বেশির ভাগ পর্যবেক্ষকের ধারণা, আগামী নির্বাচন সামনে রেখে পারদের এই ওঠানামার গতি আরও বৃদ্ধি পেয়েছে। এ কারণে তৈরি হয়েছে কিছুটা অস্থিরতা। অনেকের মতে, বিভিন্ন মহল থেকে ষড়যন্ত্রের কথা এজন্যই বলা হচ্ছে। কার্যত ভূরাজনীতির দাবার ঘুঁটি হলো ইন্দো-প্যাসিফিকের নিয়ন্ত্রণ।

সমকাল

একের পর এক অনিয়ম-দুর্নীতিতে মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তাদের নাম

একের পর এক অনিয়ম-দুর্নীতির ঘটনায় উঠে আসছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) কর্মকর্তা-কর্মচারীদের নাম। কেউ রক্ষকের বদলে ভক্ষক হয়ে নিজেই জড়িয়েছেন ইয়াবা কারবারে; কেউ হয়ে পড়েছেন মাদকাসক্ত; আবার কেউ টাকা নিয়ে আসামি ছেড়ে দিচ্ছেন। এ ছাড়া অভিযানের সময় টাকা লুট, জব্দ ইয়াবা গায়েব করা, নির্দোষ ব্যক্তিকে মাদক দিয়ে ফাঁসানোর মতো ঘটনাও রয়েছে। সেই সঙ্গে রয়েছে চাকরি ছেড়ে দেওয়ার পর ‘নথিপত্র জালিয়াতি’ করে এক কর্মীকে পুনর্বহালের অভিযোগ। ঘটনাগুলো নজরে আসার পর কর্তৃপক্ষ ব্যবস্থা নিলেও এ ধরনের ঘটনা বেড়েই চলেছে।

আজকের পত্রিকা

নির্বাচনী প্রচারণা: ভোটযুদ্ধে বড় ইস্যু ৭১

চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থান দেশের রাজনৈতিক চালচিত্র অনেকটাই বদলে দিয়েছে। পাল্টে যাওয়া দৃশ্যপটের একটি চিত্র দীর্ঘদিনের বন্ধু বিএনপি ও জামায়াতে ইসলামীর এখনকার দুই মেরুতে অবস্থান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগবিহীন ভোটের মাঠে দল দুটি এখন একে অপরের মূল প্রতিপক্ষ। নির্বাচনে জয়ের হাতিয়ার হিসেবে প্রতিপক্ষের দুর্বলতা ও স্পর্শকাতর বিষয়গুলো জোরেশোরে সামনে আনছে তারা। এরই অংশ হিসেবে দুই পক্ষের জমে ওঠা কথার যুদ্ধে স্থান পেয়েছে একাত্তরের মুক্তিযুদ্ধ।

সমকাল

আপিলে ঝুলে আছে বিচার, বাবার আক্ষেপ

‘ছোট ভাইকে হত্যার বিচার চেয়ে কত জায়গায় গেলাম, কিন্তু বিচার পাইলাম কই! শেখ হাসিনা সরকারের পতনের পর ভেবেছিলাম, আমরা বিচার পাব। এই সরকারও আমার ভাই হত্যার বিষয় আমলে নেয়নি। একটা প্রকাশ্য হত্যার বিচার ১৩ বছর ধরে ঝুলে আছে।’ এভাবেই বিশ্বজিৎ দাস হত্যার বিচার না পাওয়ার আক্ষেপ প্রকাশ করেন তাঁর বড় ভাই উত্তম দাস। 

আজকের পত্রিকা

অর্ধেক আসামিই খালাস পাচ্ছে দুদকের মামলায়

বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে চলতি বছরের প্রথম ১০ মাসে দায়ের হওয়া মামলাগুলোর প্রায় অর্ধেকেই আসামিরা শেষ পর্যন্ত খালাস পাচ্ছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত যেসব মামলা নিষ্পত্তি হয়েছে, তার পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।

সমকাল

অ্যান্টিবায়োটিকের অকার্যকরতা বাড়ছে

অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা আশঙ্কাজনক হারে কমছে। বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির (বিএমইউ) এক বছরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, চিকিৎসা নিতে আসা চার রোগীর মধ্যে একজনের দেহে বিভিন্ন ধরনের জীবাণু শনাক্ত হয়েছে। এসব জীবাণুর বিরুদ্ধে বহুল ব্যবহৃত অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা অনেক ক্ষেত্রে কমছে।

প্রথম আলো

নির্বাচনে আ.লীগকে চান না ২৮%, শর্তহীন ও শর্তযুক্তভাবে চান ৬৯%

জুলাই গণ-অভ্যুত্থানে পতিত দল আওয়ামী লীগকে বিনা শর্তে অথবা শর্ত দিয়ে নির্বাচনে চান বেশির ভাগ মানুষ। একটি বড় অংশ অবশ্য আওয়ামী লীগকে ভোটে দেখতে চান না। 

প্রথম আলোর উদ্যোগে করা এক জরিপে মানুষের এই মতামত উঠে এসেছে। জরিপটি করানো হয়েছে কিমেকারস কনসাল্টিং লিমিটেডকে দিয়ে। জরিপের শিরোনাম ‘গুরুত্বপূর্ণ সামাজিক-রাজনৈতিক বিষয়ে জাতীয় জনমত জরিপ ২০২৫’।

কালের কণ্ঠ

তিন চাপে ধুঁকছে অর্থনীতি

উচ্চ সুদের হার, বিনিয়োগে স্থবিরতা এবং কর্মসংস্থানের সংকট—এই তিন চাপে বাংলাদেশের অর্থনীতি এখন এক কঠিন বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছে। রাজনৈতিক অস্থিরতা ও কাঠামোগত দুর্বলতার পরিণতিতে ২০২৪-২৫ অর্থবছরের শুরুতে যে অর্থনৈতিক শ্লথগতি দেখা দিয়েছিল, তার রেশ এখনো পুরোপুরি কাটেনি। সামপ্রতিক তথ্য বলছে, সামষ্টিক অর্থনীতির কিছু সূচকে ঘুরে দাঁড়ানোর লক্ষণ দেখা গেলেও বিনিয়োগ, শিল্প উৎপাদন এবং কর্মসংস্থানের ক্ষেত্রে চ্যালেঞ্জ রয়ে গেছে স্পষ্টভাবেই।

সমকাল

বাদ যাচ্ছেন না নির্বাচনের সম্ভাব্য নারী প্রার্থীরাও

সাইবার হয়রানির কারণে রাজনীতিতে নারীর অংশগ্রহণ কমছে। অনলাইনে হেনস্তার শিকার হয়ে অনেক সমাজ-সচেতন নারী রাজনীতি থেকে নিজেদের গুটিয়ে নিয়েছেন। দেশের প্রতিষ্ঠিত নারীরাও সাইবার বুলিংয়ে টিকতে পারছেন না। আগামী নির্বাচনে সম্ভাব্য নারী প্রার্থীও হয়রানির শিকার হচ্ছেন।
ডা. মাহমুদা মিতু জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সংগঠক। তিনি বরিশাল থেকে নির্বাচন করার কথা। অনলাইনে হয়রানির কারণে তিনি সামাজিক মাধ্যমে নিজেকে গুটিয়ে নিয়েছেন।

ইত্তেফাক

জাপা ও জেপির নেতৃত্বে নতুন জোট ‘জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট’

ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জাপা) ও আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি—জেপির নেতৃত্বে ছয়টি নিবন্ধিত দলসহ মোট ১৮টি রাজনৈতিক দলের সমন্বয়ে ‘জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)’ নামে নতুন একটি জোট আত্মপ্রকাশ করেছে। গতকাল সোমবার রাজধানীর গুলশানে ইমানুয়েলস পার্টি সেন্টারে আয়োজিত সংবাদসম্মেলনে এই জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

কালের কণ্ঠ

স্মার্ট কার্ড লাইসেন্স পাচ্ছেন না ১১ লাখ গাড়িচালক

পরীক্ষায় পাস করেও রাজধানী ঢাকারসহ দেশের কমপক্ষে ১১ লাখ পেশাদার ও অপেশাদার গাড়িচালক স্মার্ট ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন না। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) তা সরবরাহ করতে ব্যর্থ হচ্ছে এসংক্রান্ত কাজে ঠিকাদার নিয়োগ দিতে না পারায়। বিআরটিএ সূত্রে জানা গেছে, চার মাস ধরে এই কার্ড মুদ্রণও হচ্ছে না। সর্বশেষ ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চার মাস আগে চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে।

বণিক বার্তা

দেশের আর্থিক খাতে সম্পদের আকার সাড়ে ৪২ লাখ কোটি টাকা, বাস্তবে কত?

দেশের ব্যাংকগুলোর বিতরণকৃত ঋণের প্রায় সাড়ে ৬ লাখ কোটি টাকা খেলাপির খাতায় চলে গিয়েছে। আদায় অযোগ্য হওয়ায় অবলোপন (রাইটঅফ) করা হয়েছে আরো অর্ধলাখ কোটি টাকার ঋণ। খেলাপি হয়েছে ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর (এনবিএফআই) এক-তৃতীয়াংশের বেশি ঋণও। লুণ্ঠনের শিকার হয়েছে বীমা কোম্পানি ও পুঁজিবাজারসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অর্থও। আর্থিক খাতের অন্য অনেক প্রতিষ্ঠানের চিত্র প্রায় একই। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে দেশের আর্থিক খাতের প্রায় সাড়ে ৪২ লাখ কোটি টাকা সম্পদের কতটা বাস্তবে রয়েছে।

কালবেলা

অর্থায়নে আসছে চীন, বাংলাদেশের খেসারত যাচ্ছে ৩-৫ হাজার কোটি

গুড়া থেকে সিরাজগঞ্জের এম মনসুর আলী স্টেশন পর্যন্ত নতুন ডুয়েল গেজ রেলপথ নির্মাণের প্রকল্পটি ভারতীয় অর্থায়নে বাস্তবায়নের কথা ছিল; কিন্তু প্রকল্পের অর্থায়নে দুর্গতি ও কাজে গতি না থাকায় সেখান থেকে সরে আসে অন্তর্বর্তীকালীন সরকার। যদিও এই প্রকল্পসহ রেলের মোট তিনটি প্রকল্পে ঋণ দেওয়া বন্ধ করে দেয় ভারত। এরপর নতুন অর্থায়নের খোঁজ শুরু হয়, যার ধারাবাহিকতায় এখন বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের অর্থায়নে আসছে চীন। অবশ্য এসবের মাঝে প্রকল্প ব্যয় বেড়ে যাওয়ায় বাংলাদেশকে খেসারত দিতে হবে অন্তত ৩ হাজার থেকে শুরু করে ৫ হাজার কোটি টাকা পর্যন্ত।

বিবিসি বাংলা

স্কুল, বাজার, বাড়িঘরে সুদানের বিমান বাহিনীর হামলায় শত শত মানুষ নিহত, তদন্ত প্রতিবেদন

সুদানে আবাসিক এলাকা, বাজার, স্কুল এবং আশ্রয় শিবিরে বিমান বাহিনীর চালানো বোমা হামলায় কমপক্ষে এক হাজার ৭০০ জন বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে। দেশটিতে গৃহযুদ্ধের সময় সংগঠিত বিমান হামলার তদন্তে উঠে এসেছে এই তথ্য।

সুদান উইটনেস প্রজেক্ট বলছে যে তারা ২০২৩ সালের এপ্রিলে শুরু হওয়া সংঘাতে সামরিক বিমান হামলার সবচেয়ে বড় এবং জানা তথ্যগুলোই একত্র করেছে।