দীর্ঘ ১০ বছরের অপেক্ষার পর চট্টগ্রামে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন এক নারী। 

সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে নগরের পিপলস হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে দুই ছেলে ও তিন মেয়ের জন্ম হয়। চিকিৎসকরা জানিয়েছেন, মা ও নবজাতকরা সবাই সুস্থ আছেন।

সাতকানিয়ার বাসিন্দা এনি আক্তার (৩০) জন্ম দিয়েছেন এই পাঁচ সন্তান। 

পরিবারের সদস্যরা জানান, বিয়ের পর ১০ বছর কেটে গেলেও তার কোনো সন্তান হচ্ছিল না। পরে তিনি রাঙামাটি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও ইনফার্টিলিটি বিশেষজ্ঞ ডা. ফরিদা ইয়াসমিন সুমির শরণাপন্ন হন।

ডা. ফরিদা ইয়াসমিন সুমি এই দম্পতিকে ইন্ট্রা-ইউটেরাইন ইনসেমিনেশনের (আইইউআই) পরামর্শ দেন। এই পদ্ধতি অবলম্বন করেই প্রথম মাসেই সাফল্য পান তারা।

ডা. ফরিদা ইয়াসমিন সুমি বলেন, ‘বিকেল সাড়ে ৪টার দিকে অস্ত্রোপচারের মাধ্যমে এই পাঁচ সন্তানের জন্ম হয়। মা ও নবজাতকরা স্বাভাবিকভাবেই সুস্থ আছেন।’ তবে সতর্কতার জন্য নবজাতকদের বর্তমানে নগরের পার্কভিউ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) রাখা হয়েছে।

তিনি আরও জানান, জন্ম নেওয়া পাঁচ সন্তানের মধ্যে তিনজনের ওজন যথাক্রমে ১ কেজি ৬০০ গ্রাম, ১ কেজি ৫০০ গ্রাম ও ১ কেজি ৪০০ গ্রাম এবং বাকি দুজনের ওজন ১ কেজি।

আরএমএন/বিআরইউ