রাজধানীর ভাটারায় দুইটি মোটরসাইকেল চুরি হওয়ার ঘটনায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৮ ডিসেম্বর) রাতে পৃথক অভিযানে বসুন্ধরা আবাসিক এলাকা ও রূপগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররা হলেন– মো. হারুন অর রশিদ সুমন (৩৬), মো. শয়ন আহম্মেদ (৩৪) ও রিয়াদ পারভেজ (৩৬)।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য জানান।

তিনি জানান, গত ৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টার মধ্যে বসুন্ধরা আবাসিক এলাকার নর্থ সাউথ রোড সংলগ্ন চেকপোস্টের পাশে রাস্তা থেকে আব্দুল্লাহ আল মামুনের (২৮) নামে রেজিস্ট্রিকৃত ১৬০ সিসি ‘হোন্ডা হর্নেট ১৬০আর’ মোটরসাইকেলটি চুরি হয়ে যায়। এ ঘটনায় ভাটারা থানায় একটি চুরির মামলা হয়েছে।

মামলার তদন্তে নেমে ভাটারা থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চোর চক্রের গতিবিধি শনাক্ত করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার রাত সাড়ে ১০টার দিকে প্রথমে বসুন্ধরা এলাকায় অভিযান চালিয়ে প্রধান দুই আসামি হারুন অর রশিদ সুমন ও শয়ন আহম্মেদকে গ্রেপ্তার করে।

পরে তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে রূপগঞ্জ থানার ভোলতা এলাকার গাউছিয়া মার্কেটের সামনে থেকে অপর আসামি রিয়াদ পারভেজকে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে চুরি হওয়া ‘হোন্ডা হর্নেট ১৬০আর’ মোটরসাইকেলসহ আরও একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

এসএএ/বিআরইউ