চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আব্দুল্লাহ আল আনাছ নামে তিন বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। 

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার ডাইমজুড়ি এলাকার বুড়া বিবি সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

শিশু আব্দুল্লাহ আল আনাছ হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের এনায়েতপুর এলাকার শাহজাহান মিয়া বাচ্চুর ছেলে। কয়েকদিন আগে নানার বাড়িতে বেড়াতে এসেছিল সে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বাসার সামনে খেলছিল আনাছ। এ সময় একটি দ্রুতগতির ব্যাটারি চালিত অটোরিকশা তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। আশপাশের লোকজন শিশুটিকে উদ্ধার করে দ্রুত ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আনাছের মা বলেন, আমার সন্তান রাস্তা থেকে একটু দূরে খেলছিল। হঠাৎ একটি বেপরোয়া অটোরিকশা এসে ওর উপর তুলে দেয়। হাসপাতালে নেওয়ার পরও তাকে আর বাঁচানো গেল না।

এমআর/বিআরইউ