ভারতীয় নতুন মাদক এসকাফসহ গ্রেফতার ৪
রাজধানীতে মিলল ভারতীয় নতুন মাদক এসকাফ। শুক্রবার (২৫ জুন) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তেজগাঁও বিভাগ নতুন এই মাদকসহ চার জনকে গ্রেফতার করেছে।
শুক্রবার রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার ইফতেখায়রুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
ইফতেখায়রুল ইসলাম বলেন, ২০০ কেজি গাঁজা ও ১৮৫ বোতল ভারতীয় নতুন মাদক এসকাফ উদ্ধারসহ চার জনকে গ্রেফতার করেছে ডিবি তেজগাঁও বিভাগ।
শনিবার (২৬ জুন) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ এ বিষয়ে বিস্তারিত জানাবেন।
বিজ্ঞাপন
এমএসি/ওএফ