সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা স্থায়ীভাবে ৩২ করার দাবি
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা স্থায়ীভাবে ৩২ বছর করার দাবি জানানো হয়েছে একটি মানববন্ধন থেকে। রোববার (২৭ জুন) বেলা ১১টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
‘সরকারী চাকরিপ্রত্যাশী যুব প্রজন্ম’ নামের একটি প্ল্যাটফর্ম এ মানববন্ধনের আয়োজন করে।
বিজ্ঞাপন
মানববন্ধনে বক্তারা বলেন, করোনাকালে সব শিক্ষার্থীই ইতোমধ্যেই দেড় বছর হারিয়ে ফেলেছে, যা দুই বছর হতে চলেছে। ফলে চাকরিতে প্রবেশের বর্তমান বয়সসীমা ৩০ হওয়ায় করোনার শুরুতে যাদের বয়স ২৮ বা তার বেশি ছিল, তারা চাকরিতে প্রবেশের পর্যাপ্ত সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। সরকারি চাকরির জন্য মেধা যাচাইয়ের কোনো পথই তাদের থাকছে না। ফলে চাকরির প্রবেশের বয়স ৩২-এ উন্নীত করে সব বয়সের শিক্ষার্থীদের সুযোগ করে দেওয়া উচিত।
বক্তারা আরও বলেন, চাকরিতে আবেদনের বয়স স্থায়ীভাবে ২ বছর বাড়িয়ে ৩২ বছর করলে সকলেই তাদের হারিয়ে যাওয়ায় ২ বছর ফিরে পাবে।
বিজ্ঞাপন
সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়ক আকাইদ আকন্দের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়ক তানভির হোসেন, আব্দুল্লাহ আল মামুন, আনোয়ার সাকিন, সুমনা রহমান প্রমুখ। মানববন্ধন থেকে একই দাবিতে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে একটি সংবাদ সম্মেলন এবং মঙ্গলবার বিকেল ৩টায় মৌন সমাবেশ করার ঘোষণা দেওয়া হয়।
এইচআর/এনএফ