মগবাজার বিস্ফোরণের ঘটনা তদন্তে কাজ করছে তিতাসের কমিটি
মগবাজার ওয়্যারলেস গেট এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা তদন্তে কাজ করছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। এরইমধ্যে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে তারা।
তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে তিতাসের মহাব্যবস্থাপক (ভিজিল্যান্স) সাইফুল ইসলাম চৌধুরীকে। কমিটির সদস্য সচিব হিসেবে রয়েছেন তিতাসের জরুরি গ্যাস নিয়ন্ত্রণ বিভাগের উপমহাব্যবস্থাপক সাখাওয়াত হোসেন। এছাড়া কমিটির সদস্য করা হয়েছে তিতাসের বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক সত্যজিৎ ঘোষকে।
বিজ্ঞাপন
সোমবার (২৮ জুন) তিতাসের তিন সদস্যের তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা তিতাসের ব্যবস্থাপনা পরিচালকের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেবেন।
বিজ্ঞাপন
এদিকে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলী ইকবাল মো. নুরুল্লাহ ঘটনাস্থল পরিদর্শনের পর বলেছেন, রাজধানীর মগবাজারে শরমা হাউসে বিস্ফোরণের ঘটনায় তিতাসের কোনো সংশ্লিষ্টতা নেই। শরমা হাউস ও তার দুই পাশের ভবনে তিতাসের কোনো গ্যাস সংযোগ নেই। ঘটনাস্থলে এলপিজির সিলিন্ডার দেখতে পেয়েছেন তিতাসের তদন্ত কমিটির সদস্যরা।
রোববার (২৭ জুন) রাতে বিকট শব্দে বিস্ফোরণে মুহূর্তেই কেঁপে ওঠে মগবাজারের ওয়্যারলেস গেট এলাকার মূল সড়ক ও তার আশপাশ। এই ভয়াবহ বিস্ফোরণে নারী ও শিশুসহ এখন পর্যন্ত সাতজন মারা গেছেন। অন্যদিকে ফায়ার সার্ভিসের সর্বশেষ হালনাগাদ তথ্য থেকে জানা যায়, ওই ঘটনায় মোট ৬৬ জন হাসপাতালে ভর্তির তথ্য পাওয়া গেছে। এর বাইরে অর্ধশতাধিক আহত ব্যক্তি প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
এএসএস/জেডএস