দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে পুনাক

রাতে রাজধানীর বিভিন্ন স্থানে বসবাস করা দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। লকডাউন চলাকালীন প্রথম বারের মতো এমন ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছেন আইজিপিপত্নী ও পুনাক সভানেত্রী জীশান মির্জা।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত বিধি-নিষেধ চলাকালে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে রোববার (৪ জুলাই) মধ্যরাতে রাজধানীর বিভিন্ন এলাকায় খাবার বিতরণ করেছে পুনাক নেতারা।

এক বিজ্ঞপ্তিতে পুনাক জানায়, সংগঠনটির সভানেত্রী অন্যান্য নেতাদের সঙ্গে নিয়ে রাত ১০টায় সড়ক বেরিয়ে পড়েন। তারা গভীর রাত পর্যন্ত রাজধানীর রাজারবাগ, শাজাহানপুর, কমলাপুর, গুলিস্তান, ঢাকা  বিশ্ববিদ্যালয় এলাকা, বাংলামোটরসহ বিভিন্ন স্থানে গরীব, অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণ করেছেন। 
পুনাক সভানেত্রীসহ অন্যান্য নেতারা নিজেরা এসব অসহায় মানুষের হাতে খাবার তুলে দেন। তাদের খোঁজ-খবর নিয়েছেন।

বর্তমান সভানেত্রী জীশান মির্জা দায়িত্ব গ্রহণের পর থেকেই নানান ব্যতিক্রমধর্মী উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে পুনাক।

এআর/এমএইচএস