ওয়ার্ডভিত্তিক কর্মপরিকল্পনার মাধ্যমে সেবা সম্প্রসারণের তাগিদ
ওয়ার্ডভিত্তিক কর্মপরিকল্পনার মাধ্যমে ওয়ার্ড পর্যায়ে সেবা সম্প্রসারণের তাগিদ দিয়েছেন নগর পরিকল্পনাবিদরা। তারা বলছেন, ঢাকা শহরের বাসযোগ্যতা নিশ্চিত করতে জলাবদ্ধতাসহ নানাবিধ সমস্যা সমাধানে নগর পরিকল্পনার সুষ্ঠু বাস্তবায়ন, নগর ব্যবস্থাপনা শক্তিশালী করা, বিকেন্দ্রীকরণের মাধ্যমে ওয়ার্ডভিত্তিক কর্মপরিকল্পনার মাধ্যমে সেবা সম্প্রসারণ জরুরি।
সোমবার (৫ জুলাই) বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের আয়োজনে ‘সমসাময়িক পরিকল্পনা ও উন্নয়ন ব্যবস্থাপনা’ শীর্ষক সংবাদ সম্মেলন এসব কথা বলেন বক্তারা।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের পক্ষে মূল বক্তব্য উপস্থাপন করেন বিআইপির সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান।
তিনি বলেন, বাসযোগ্যতার দিক থেকে ঢাকা তলানির দিকে অবস্থান করার মূল কারণ ঢাকার অধিকাংশ এলাকাই অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে। মানদণ্ড অনুযায়ী প্রয়োজনীয় সড়ক অবকাঠামো, নাগরিক সুবিধাদি, খেলার মাঠ, উদ্যান, সবুজ এলাকা ও জলাশয়-জলাধারের পরিমাণ খুবই কম।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, নগর এলাকা যেভাবে সম্প্রসারিত হচ্ছে, সেসব বর্ধিত নগর এলাকাগুলোয় পরিকল্পনার উদ্যোগ সীমিত। বিশদ অঞ্চল পরিকল্পনাসহ অন্যান্য যেসব পরিকল্পনা আছে, সেগুলো বাস্তবায়নের হারও খুবই সীমিত। নগর সংস্থাগুলোর নজরদারির সক্ষমতা দুর্বলতার কারণে ও সুশাসনের অভাব থাকায় পরিবেশ-প্রতিবেশকে ক্ষতিগ্রস্ত করে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হওয়ায় নগরের বাসযোগ্যতা কমছে মারাত্মকভাবে।
সংবাদ সম্মেলনে বিআইপির সহ সভাপতি পরিকল্পনাবিদ আরিফুল ইসলাম বলেন, স্থাপনা বা ভবন নির্মাণে কর্তৃপক্ষের অনুমতি নেওয়ার বিধানে ১০তলার উপরের ভবনগুলায় ফায়ার সার্ভিসের অনুমোদন নেওয়া হলেও ১০ তলার নিচের ভবন বা স্থাপনায় এ অনুমোদন নেওয়া হয় না। এছাড়াও ইউটিলিটি সার্ভিস সংযোগ করার জন্য কোনো স্বীকৃত কারিগরি সংস্থা বা কর্তৃপক্ষ না থাকায় বসবাসের ঝুঁকি তৈরি হচ্ছে এবং কোন ধরনের দায়বদ্ধতা থাকছে না।
যুগ্ম সম্পাদক পরিকল্পনাবিদ মোহাম্মদ রাসেল কবীর বলেন, আমাদের অনেক পরিকল্পনা রয়েছে কিন্তু সেই পরিকল্পনার বাস্তবায়ন ও ব্যবস্থাপনার ঘাটতিও রয়েছে। পরিকল্পনার মানদণ্ড বিবেচনায় রেখে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা সব নাগরিকের নাগালের মধ্যে আনতে হবে। সিটি মেয়রের কার্যাবলী বিকেন্দ্রীকরণের মাধ্যমে ওয়ার্ড কাউন্সিলর পর্যন্ত আনতে হবে।
বিআইপির সভাপতি পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আকতার মাহমুদ বলেন, ঢাকা শহরে প্রচুর সমস্যা রয়েছে যেগুলোকে উপেক্ষা করে সামনে এগিয়ে যাওয়া সম্ভব নয়। তাই সমস্যাগুলোকে চিহ্নিত করে সমাধানের পথ খুঁজতে হবে।
এএসএস/এসকেডি