ডানে-বামে তাকিয়ে সুকৌশলে টাকা নিয়ে উধাও
সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া ছবি
রাজধানীর পল্টন থানার সামনে একটি প্রাইভেটকারের দরজা খুলে প্রকাশ্য দিবালোকে টাকা চুরি করে পালিয়ে গেছে এক চোর। গত ২ দিন ধরে তাকে খুঁজছে ডিবি খিলগাঁও-এর জোনাল টিম।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ চোরকে ধরিয়ে দিতে নগরবাসীকে আহ্বান জানিয়েছে।
বিজ্ঞাপন
রোববার (১১ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে বলা হয়, গত শুক্রবার (৯ জুলাই) পল্টন মডেল থানার সামনে এক চোর একটি প্রাইভেটকারের দরজা সুকৌশলে খুলে গাড়িতে থাকা টাকা নিয়ে যান। ঘটনাটির সুষ্ঠু তদন্তের স্বার্থে ছবিতে প্রদর্শিত ব্যক্তির সন্ধান জানা একান্ত প্রয়োজন। যদি কেউ চোরের সন্ধান জেনে থাকেন তাহলে ডিবি খিলগাঁও জোনাল টিম (০১৩২০-০৪৫৯৮৩) নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
ঘটনার সিসিটিভি ফুটেজ দেখা যায়, চুরির আগে ওই ব্যক্তি গাড়ির সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন। পরে গাড়ির সামনের দিকের দরজার কাছে দাঁড়িয়ে ভালো করে ডানে বামে তাকিয়ে রাস্তার পরিস্থিতি দেখে নেন। এরপর ডানহাত দিয়ে গাড়ির দরজা খুলে টাকা নিয়ে সোজা গাড়ির পেছনের দিকে হেঁটে চলে যান। এ সময় তাকে মাথা নিচু করে হেঁটে চলে যেতে দেখা যায়।
বিজ্ঞাপন
ডিএমপির পক্ষ থেকে আরও বলা হয়, এ বিষয়ে ডিএমপির পল্টন মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে। খিলগাঁও ডিবি জোনাল টিম মামলাটি তদন্ত করছে।
এমএসি/এইচকে