বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করেছে সরকার। পুনর্গঠিত ট্রাস্টি বোর্ডের মেয়াদ আগামী ২৫ জুলাই থেকে পরবর্তী ৩ বছর থাকবে।

রোববার (১১ জুলাই) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। সিনিয়র ভাইস চেয়ারম্যান-১ হিসেবে ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান-২ হিসেবে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আরমা দত্ত দায়িত্ব পালন করবেন।

এছাড়া সুপ্ত ভূষণ বড়ুয়াকে ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।

পদাধিকার বলে বোর্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব। অন্য ট্রাস্টিদের মধ্যে রয়েছেন- মিথুন রশ্মি বড়ুয়া, ববিতা বড়ুয়া, রুপনা চাকমা, মং ক্য চিং চৌধুরী, রঞ্জন বড়ুয়া, জয় সেন তঞ্চঙ্গ্যা ও জ্যোতিষ সিংহ।

প্রজ্ঞাপনে বলা হয়, কোনো কারণ দর্শানো ছাড়া সরকার যে কোনো ট্রাস্টির নিয়োগ বাতিল করতে পারবেন। অনুরূপভাবে কোনো ট্রাস্টি ইচ্ছা করলে বোর্ডের চেয়ারম্যান বরাবর পদত্যাগপত্র দাখিল করতে পারবেন।

এসএইচআর/এসএম