‘কনসার্ট ফ্রম বাংলাদেশ’ ১ আগস্ট
‘কনসার্ট ফ্রম বাংলাদেশ’ শীর্ষক মিক্সড রিয়েলিটি ডিজিটাল কনসার্ট অনুষ্ঠিত হবে আগামী ১ আগস্ট। ঐতিহাসিক ‘কনসার্ট ফর বাংলাদেশ’ স্মরণে এ কনসার্টের আয়োজন করা হচ্ছে।
ব্রিটিশ কাউন্সিল ডিজিটাল কোলাবোরেশন ফান্ডের সহযোগিতায় ইউবিআইকে প্রোডাকশন (লন্ডন) ও সামদানি আর্ট ফাউন্ডেশনের (ঢাকা ) উদ্যোগে এ কনসার্টের আয়োজন করা হচ্ছে। সংগঠনগুলো ব্রিটিশ-দক্ষিণ এশীয় শিল্পী শেজাদ দাউদকে পাইওনিয়ার ওয়ার্কসের (নিউইয়র্ক) ওয়েবসাইটের মাধ্যমে ১ আগস্ট কনসার্টের জন্য ভার্চুয়াল রিয়েলিটি স্টেজ তৈরির অনুমতি দিয়েছে।
বিজ্ঞাপন
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ত্রাণ ও শরণার্থী সংকটে সহযোগিতার জন্য রবি শঙ্কর ও বিখ্যাত ব্যান্ড বিটলসের জর্জ হ্যারিসনের উদ্যোগে অনুষ্ঠিত ‘কনসার্ট ফর বাংলাদেশ’ স্মরণে এ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।
আগামী ১ আগস্ট ইয়র্কশায়ার স্কাল্পচার পার্ক (ওয়েকফিল্ড) থেকে লাইভ ইভেন্টের মাধ্যমে ‘কনসার্ট ফ্রম বাংলাদেশ’ পাইওনিয়ার ওয়ার্কসের ডিজিটাল প্ল্যাটফর্মে সরাসরি প্রচারিত হবে।
বিজ্ঞাপন
অয়োজকরা জানান, কনসার্ট থেকে উপার্জিত অর্থ পারফর্ম করা সব মিউজিসিয়ান ও বাংলাদেশি দাতব্য সংস্থা ফ্রেন্ডশিপের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে। ফ্রেন্ডশিপ সংস্থাটি জলবায়ু পরিবর্তনের কারণে শরণার্থীদের স্বাস্থ্যসেবা এবং দেশে নারী অধিকার নিয়ে কাজ করে।
‘কনসার্ট ফ্রম বাংলাদেশ’ এ কো-কিউরেটর হিসেবে আছেন সামদানি আর্ট ফাউন্ডেশনের (এসএএফ) আর্টিস্টিক ডিরেক্টর ডায়ানা ক্যাম্পবেল ও সংগীত প্রযোজক ও শিল্পী এনায়েত কবির এবং সহকারী কিউরেটর হিসেবে রয়েছেন রুকমিনী চৌধুরী ও সৌম্য সাহা। এ কনসার্টে বিভিন্ন ধারার দেশীয় গান পরিবেশন করা হবে। এছাড়াও থাকবে ঐতিহ্যবাহী বাউল গান ও হালের ঢাকা হিপ-হপ।
এসএএফের প্রতিষ্ঠাতা নাদিয়া সামদানি বলেন, বাংলাদেশ স্বাধীনতার ৫০ বছর উদযাপন করছে; এমন সময় বিশ্বব্যাপী দেশীয় সংগীত ও সংস্কৃতি সম্পর্কে জানতে সুযোগ করে দেওয়ার মতো একটি কাজে প্রযোজনা করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে, সুন্দর ও সাম্যের ভবিষ্যৎ নিশ্চিতে লড়াই করতে সংগীত ও শিল্প মানুষকে একত্রিত করতে পারে।
ইউবিআইকে প্রোডাকশনের পরিচালক মিরান্ডা শার্প বলেন, আমরা এমন বহুবিভাগীয় ও বহুজাতিক প্রকল্পে এসএএফ ও শেজাদ দাউদের সঙ্গে কাজ করতে পেরে উচ্ছ্বসিত। এটি শিল্প ও সংগীতের সীমানা ছাড়িয়ে ডিজিটাল মাধ্যম নিয়ে কাজের নতুন সুযোগ তৈরি করবে।
কনসার্টটি দর্শকদের ছয় শতাব্দীর বিস্তৃত স্বর্ণালী যাত্রায় নিয়ে যাবে। এটি শুরু হবে প্রখ্যাত বাউল সংগীতশিল্পী আরিফ বাউল ও তার বাদ্যযন্ত্র শিল্পী নজরুল ইসলাম, সাইদুর রহমান এবং সোহেলের বাউল সংগীতের মধ্য দিয়ে। এরপর এনায়েত ও নিশিত দের কম্পোজিশনে আধুনিক ইলেকট্রনিক প্রোডাকশন ও আয়োজনে নজরুল সংগীত ও ৯০ এর দশকের গান পরিবেশন করা হবে। কনসার্টটি শেষ হবে তাবিব মাহমুদ ও ১২ বছর বয়সী গাল্লিবয় রানার যৌথ হিপ-হপ সংগীতের মধ্য দিয়ে।
পিএসডি/এসকেডি