এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিস্তার রোধে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (১৭ জুলাই) পরিচালিত অভিযানে ৯টি মামলায় ২৯ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবুল বাসার মুহাম্মদ তাজুল ইসলাম জানান, আজ (শনিবার) ডিএনসিসির ১ নম্বর অঞ্চলের ২ নং ওয়ার্ডে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ৩টি মামলায় ৮ হাজার টাকা এবং ৩ নম্বর অঞ্চলের ১০ নং ওয়ার্ডে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকী পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ৬টি মামলায় ২১ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়। এভাবে মোট ৯টি মামলায় মোট ২৯ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়।

এএসএস/এসকেডি