করোনা সংক্রমণ প্রতিরোধে সবাইকে সর্বাত্মকভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।

শনিবার (১৭ জুলাই) মণিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২০-২১ অর্থবছরের ঐচ্ছিক তহবিলের বরাদ্দ ও দুই মাসের সম্মানি থেকে প্রাপ্ত নগদ অর্থ এবং প্রধানমন্ত্রীর চিকিৎসা তহবিলের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

এ সময় নিজ নির্বাচনী এলাকা যশোর-৫ মণিরামপুরের এক হাজার দুস্থ, অসহায়, শারীরিক প্রতিবন্ধী ও ভাড়ায়চালিত মোটরসাইকেল চালকদের মাঝে নগদ ১৫ লাখ টাকা বিতরণ করেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে আমাদের সর্বাত্মকভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার প্রচেষ্টা থাকা উচিত। সবাইকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে। করোনাভাইরাসের এ দুঃসময়ে সরকার বিভিন্নভাবে অসহায় মানুষকে সহায়তা করছে।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর বলিষ্ঠ এবং গতিশীল নেতৃত্বের ফলেই বিশ্বের অনেক উন্নত দেশের তুলনায় আমরা ভালো অবস্থানে আছি। করোনা পরিস্থিতিতে মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে শুরু থেকেই গুরুত্বপূর্ণ বিভিন্ন পদক্ষেপ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ত্রাণ সহযোগিতার পাশাপাশি জীবিকা ও অর্থনীতি বাঁচাতে তিনি নিয়েছেন নানা পদক্ষেপ, ফলে আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হয়েছেন।

মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন‍্যান‍্যের মধ‍্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার  প্রমুখ।

এসএইচআর/এসকেডি